শনিবার,১৫ ই জুন ২০২৪
গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : শনিবার বিকেলে দুর্গাপুরে বজ্র বিদ্যুৎ পাত সহ প্রবল বৃষ্টিপাত হয়। দুর্গাপুরের সর্বত্র এই ঝড়বৃষ্টি হয়। কয়েকদিন গুমোট গরমের পর দুর্গাপুর শিল্পাঞ্চলে কিছুটা স্বস্তি ফিরে পায় স্থানীয় মানুষ।এই দিন বৃষ্টির সঙ্গে মূহূর মূহূর বজ্রপাত হয়। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় এই বজ্রপাত হয়। দুর্গাপুরের বিধান নগরের কমরভ পথে পরপর দুটি নারকেল গাছে নারকেল গাছ দুটি বজ্রপাতের আগুনে পুড়ে ঝলসে যায়। বসতির মধ্যে বাজ পড়ায় স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।এই দৃশ্য দেখে পথচলতি মানুষ কেউ কেউ ক্যামেরা বন্দি করেন।
সেই ভিডিও ভাইরাল হয়সোশ্যাল মিডিয়ায়। বরাত জোরে বেঁচে যায় নারকেল গাছেরপাশে থাকা দুটি বাড়িতে বসবাসকারীরা। যদিও বড়সড় দুর্ঘটনার খবর নেই।উল্লেখ্য বেসরকারি এই মুহূর্তে বজ্রপাত প্রবন এলাকা। ঝড়বৃষ্টির আগে দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে মূহূর মূহূর বজ্রপাত হতে দেখা যাচ্ছে। আবহাওয়াবিদরা বেশকিছু বছর আগে দুর্গাপুরকে বজ্র প্রবন এলাকা হিসেবে চিহ্নিত করেছেন।তাই ঝড়বৃষ্টির পূর্ব মূহুর্তে যেসব অঞ্চলে আকাশে বিদ্যুৎ এর ছটা দেখা দিলে বা বজ্রপাত হলে দুর্গাপুরের সমস্ত বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন সম্ভব হলে বাড়িতে বজ্র নিরোধক লাগালে ভালো হয়।বর্ষার দুই মাস বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভবনা বেশি থাকে তাই বাড়ির বাইরে না বেরিয়ে বজ্রপাত সময়ের কঠোরভাবে সাবধানতা অবলম্বন করা উচিত সকলের।
।