এডিডিএর নুতন চেয়ারম্যান কবি দত্ত

শুক্রবার,১৪ ই জুন ২০২৪

গনেশ চক্রবর্তী ,নিউজ বাংলা ডিজিটাল :  লোকসভা ভোট মিটতেই পশ্চিম বঙ্গ সরকার প্রশাসনিক স্তরে রদবদল শুরু করেছে।রাজ্যের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিভিন্ন পদের ইতিমধ্যে রদবদল শুরু করেছে রাজ্যের মুখ্য প্রশাসনিক কার্যালয় নবান্ন। শুক্রবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদেও রদবদল করা হলো। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নুতন চেয়ারম্যান হলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান তথা দুর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী কবি দত্ত। এতোদিন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দোপাধ্যায়। তাপস বন্দোপাধ্যায়কে সরিয়ে নবান্ন কবি দত্ত কে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নুতন চেয়ারম্যান পদে বসান। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ইতিহাসে এই প্রথম একজন অরাজনৈতিক ব্যক্তিকে বসানো হলো। শুক্রবার এডিডিএ এর নুতন চেয়ারম্যান হিসেবে অরাজনৈতিক মুখ কবি দত্ত কে মনোনিত করে  এবং নগরায়ন দপ্তর শুক্রবার এই সংক্রান্ত নোটিফিকেশন জারি করে। এই  খবর দুর্গাপুরে আসতেই আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে ব্যবসায়ী শিল্পপতি মহলে যেমন খুশির হাওয়া বয় তেমনি দুর্গাপুরের বাসিন্দারাও খুশির কথা জানান।এই প্রসঙ্গে কবি দত্ত বলেন চেয়ার ভার্চুয়াল, মানুষ ই উন্নয়নের একমাত্র কান্ডারী।

error: Content is protected !!