ব্যুরো নিউজ : সিপিএমের জাতীয় সড়ক অবরোধ কে কেন্দ্র করে শনিবার বিকেলে রন ক্ষেত্রের চেহারা নেয় দুর্গাপুরের মুচিপাড়া সংলগ্ন ১৯ নং জাতীয় সড়ক এলাকায়। পঞ্চায়েত নির্বাচন কে শাসকদল ভোট লুঠ করে প্রহসনে পরিণত করেছে অভিযোগ তুলে সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের নেতৃত্বে সিপিএম কর্মীরা শনিবার বিকেলে যখন দুর্গাপুরের মুচিপাড়া সংলগ্ন ১৯ নং জাতীয় সড়ক অবরোধ করে। অবরোধ আধঘন্টা চলার পর অবরোধ তুলে নেয় সিপিএম কর্মীরা। সিপিএম কর্মীদের অভিযোগ এরপরেই এক সিভিক ভলেন্টিয়ার হঠাৎ করে লাঠি নিয়ে তেড়ে আসে সিপিএমের মহিলা কর্মীদের উদ্দেশ্যে। সিপিএম কর্মীরা প্রতিরোধ গড়ে তুলতে একজোট হয়ে পাল্টা সিভিক ভলেন্টিয়াকেই তাড়া করে এক সিভিক ভলেন্টিয়াকে বেধড়ক মারধর করে। শেষমেষ ঐ সিভিক ভলেন্টিয়ার ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে প্রানে বাঁচে।
সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারকে সিভিক ভলেন্টিয়াকে মারধরের ঘটনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন আন্দোলন কারীরা যাকে মারধর করেছে সে সিভিক ভলেন্টিয়া নয় শাসকদলের কর্মী। আমাদের দলীয় মহিলা কর্মীদের উপর হঠাৎ চড়াও হয় তাই দলীয় কর্মীরা প্রতিরোধ গড়ে তোলে। এদিনের সিভিক ভলেন্টিয়াকে মারধরের ঘটনা এবং সিভিক নয় শাসকদের কর্মী আক্রান্ত ব্যক্তি, এই বিষয়ে প্রশ্ন করলে যদিও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিষয়ে কিছু বলতে চাননি। পরে পুলিশ ঘটনাস্থলের উতপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।