বাড়িতে মদ বিক্রির অভিযোগে দুর্গাপুরে আটক মহিলা

শনিবার,৮ই জুন ২০২৪

ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুরের এক মহিলাকে  বাড়িতে  মদ বিক্রি র অভিযোগে আটক করলো পুলিশ । জানা গেছে ঔ মহিলা স্থানীয় এক বিজেপি নেতার বোন। শনিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের ৮ নম্বর ওয়ার্ডের ট্রাঙ্ক রোড এলাকায়। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ এসে আটক করে বিজেপির স্থানীয় নেতা মন্ডল সভাপতি অতুল বাগ্দীর বোন অঞ্জলি রুইদাসকে। যদিও বিজেপি নেতা অতুল বাগদী সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন আমার সঙ্গে আমার বোনের কোন সম্পর্ক নেই।আসলে আমি বিজেপি করি তাই পরিকল্পিত ভাবে অভিযোগ তোলা হচ্ছে আমার বিরুদ্ধে। শনিবার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। দুর্গাপুর নগর নিগমের ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব আহ্বায়ক দীপক সিং এর অভিযোগ,” অতুল বাগ্দী বিজেপির মন্ডল সভাপতি।তার প্রত্যক্ষ মদতে তাঁর বোন অঞ্জলি বাগদী বাড়ির গ্যারেজে মদের অবৈধ কারবার চালাতো এতদিন ধরে। এর আগেও বেশ কয়েকবার ধরা পড়েছে। পুলিশ বন্ধ করে দেয় তাও মহিলা মদের কারবার চালাতো গোপনে । আমরা মদের কারবার বন্ধ করার জন্য আমরা প্রতিবাদ করি। ঘটনাস্থল থেকে পুলিশ বহু দেশী এবং বিদেশি মদের বোতল বাজেয়াপ্ত করে। বিজেপির মন্ডল সভাপতি অতুল বাগদী বলেন বিজেপি করার অপরাধে পরিকল্পিত ভাবে এই চক্রান্ত করেছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা।

error: Content is protected !!