৩১ শে মে দুর্গাপুরের কুমার মঙ্গলম পার্ক ফের বন্ধ হতে চলেছে

২৭ শে মে ২০২৪

গনেশ চক্রবর্তী ,নিউজ বাংলা ডিজিটাল : চুক্তি শেষ হতে চলেছে চলতি মাসের ৩১ শে মে। পুন:রায় চুক্তি করতে নারাজ দায়িত্ব প্রাপ্ত বেসরকারি সংস্থা। তাই দুর্গাপুর স্টিল টাউন শিপের কুমার মঙ্গলম পার্ক টি ফের বন্ধ হতে চলেছে। চলতি মাসের ৩১ শে মে চুক্তি শেষ হতে চলেছে কুমার মঙ্গলম পার্কের বর্তমান দায়িত্ব প্রাপ্ত বেসরকারি সংস্থার। দীর্ঘদিন ধরে লোকসানে চলার কারণে ঔ বেসরকারি সংস্থা কুমার মঙ্গলম পার্ক টি র চুক্তির‌মেয়াদ বাড়াতে নারাজ। সূত্রের খবর আয়ের থেকে ব্যয় বেশি কুমার মঙ্গলম পার্কের। স্বাভাবিক কারনে দীর্ঘদিন ধরে লোকসানে চলছে পার্ক টি। দায়িত্ব প্রাপ্ত বেসরকারি সংস্থা র্জতাই চলতি মাসের ৩১ শে মে চুক্তি শেষ হলেই আর চুক্তি বাড়াতে নারাজের‌ কথা ডিএসপি। দুর্গাপুর ইস্পাত কারখানার জনসংযোগ আধিকারিক বেদ বন্ধু রায় বলেন চলতি মাসের ৩১ শে মে কুমার মঙ্গলম পার্কটির চুক্তি শেষ হতে চলেছে।আমরা দ্রুত ফের টেন্ডার ডেকে নুতন সংস্থাকে কুমার মঙ্গলম পার্কটির পরিচালনার‌ দায়িত্ব দেওয়া দিয়ে দেবো। উল্লেখ্য ষাটের দশকের ডিএসপি কারখানার উদ্যোগে  লেক কেন্দ্র করে কুমার মঙ্গলম পার্ক টি র চালু হয়। মিউজিক্যাল ফাউন্ডেশন ছিল পার্কের মূল আকর্ষণ একসময়।১৯৯৪ সালে ডিএসপির আর্থিক সংকটের কারণে পার্কটি বন্ধ করে দেওয়া হয়। এরপর ফের টেন্ডার ডেকে ২০০৬ সালে ফের চালু করা হয়।ফের ২০২০ সালে ফের বন্ধ করে দেওয়া হয়।ফের বেসরকারি সংস্থাকে টেন্ডার দিয়ে ফের ২০২২ সালে কুমার মঙ্গলম পার্ক টি চালু হয়। ৮০ টাকা করে এন্টি ফি নেওয়া শুরু হয়। কিন্তু দেখা যায় এতবেশি এন্ট্রি ফি দিয়ে সাধারণ মানুষের পার্কে যাওয়া কার্যত বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবেই পার্কের আয় কমে যায়।অথচ পার্কটি বহুদিনের পুরানো হবার কারনে পার্কটির প্রয়োজনীয় লাগিয়ে লাগিয়ে বাড়ে মেইনটেনেন্স খরচ। স্বাভাবিকভাবেই পার্কটি নিয়ে লোকসানের মুখ দেখতে থাকেন দায়িত্ব প্রাপ্ত বেসরকারি সংস্থা টি। পার্কটির বন্ধ হয়ে যাবার খবর শুনে দুর্গাপুরের মানুষের মন খারাপ হয়ে যায়। তাদের দাবি ফের ডিএসপি কর্তৃপক্ষ টেন্ডার ডেকে নুতন সংস্থাকে কুমার মঙ্গলম পার্কের দায়িত্ব দিলে পার্কের এন্টি ফি যেন কম করে তাহলে পার্কে ফের মানুষের যাতায়াত বাড়বে নুতবা ফের লোকসানের মুখ দেখতে দেখতে ভবিষ্যতে চিত্রালয় সিনেমা হলের মতন কুমার মঙ্গলম পার্ক টিও চিরতরে বন্ধ হয়ে যাবে।

error: Content is protected !!