রবিবার,২৬শে মে ২০২৪
সোমনাথ মুখার্জি, অন্ডাল : জাতীয় সড়কের কাজোড়া মোড় থেকে হরিপুর পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে প্রায় ছ’ মাস আগে । কিন্তু ধীর গতিতে কাজ করার ফলে কাজ সম্পূর্ণ এখনো শেষ হয়নি । ফলে যানবাহন, হেঁটে চলাচলে অসুবিধা হচ্ছে কমবেশি সকলের । এছাড়াও কাজোরা পাঁচ নম্বর এলাকায় রাস্তার উপর তৈরি করা হয়েছে একটি কালভার্ট । নবনির্মিত কালভার্ট টির দু’পাড়ে ঠিকমতো ঢালু না করার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা । গত দু-তিন দিনে যাতায়াতের সময় কালভার্টে বাইক উল্টে আহত হয়েছেন কম বেশি ১৪-১৫ জন বলে অভিযোগ স্থানীয়দের । দ্রুত রাস্তা সংস্কারের কাজ শেষ করা ও কালভার্টটি ঠিকমতো তৈরি করার দাবিতে রবিবার সকাল দশটা নাগাদ কালভার্টের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ । বিক্ষোভ চলে প্রায় ঘন্টাখানেক । খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ । পুলিশ দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলে সমস্যা মেটানোর আশ্বাস দিলে উঠে যায় বিক্ষোভ ।