শনিবার,১৮ ই মে ২০২৪
গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : বাংলাদেশে পাচার হবার আগে বেঙ্গল এসটিএফ বিপুল বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার উদ্ধার করলো দুর্গাপুরের ১৯ নং জাতীয় সড়ক থেকে। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এর আধিকারিকরা দুর্গাপুরের এবিএল মোড় সংলগ্ন জাতীয় সড়কের সার্ভিস রোডে একটি লরিকে আটক করে তল্লাশি শুরু করে। ময়দার বস্তার মধ্যে থেকে কুড়ি হাজার ফেনসিডিল বোতল সহ আটক হয় দুজন করে এস টিএফ আধিকারিকরা।সূত্রের খবর ঝাড়খণ্ডের রাঁচি থেকে জাতীয় সড়ক দিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুরে পাচার হচ্ছিল এই নিষিদ্ধ সিরাপের বোতল। ঝাড়খণ্ডের রাঁচি থেকে যাওয়ার কথা ছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর হয়ে বাংলাদেশে পাচার হওয়ার কথা ছিল, তারই মধ্যে শনিবার দুপুর তিনটের সময় বেঙ্গল এস টি এফ জাতীয় সড়কের এবিএল মোর সংলগ্ন সার্ভিস রোডে আটক করলো দুই ব্যক্তি সহ লরিটিকে। আটক দুই জনকে রবিবার বিশেষ আদালতে হাজির করিয়ে এস টি এফ এই চক্রের মাথাদের ধরতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালাবে বলে জানা গেছে।