সোমবার,১৩ ই মে ২০২৪
গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : পাণ্ডবেশ্বরের বিল পাহাড়িতে বিজেপি এজেন্টের বাড়ি ঘেরাও করে রাখার খবরের পর
এবার দুর্গাপুরের ভিড়িঙ্গী গার্লস হাই স্কুলে বিজেপির এজেন্টকে ভেতরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠলো। বিজেপি কর্মীদের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।সকাল ছটায় নির্দিষ্ট সময়ে আসলেও তাকে ঢুকতে দেওয়া হয়নি বুথের ভেতরে।বাইরে বেশ কয়েকজন তাকে বুথে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। এরপর আধ ঘন্টা পর তাকে বুথে ঢুকতে দেওয়া হয়।এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে বিজেপি দুর্গাপুর পশ্চিম বিধান সভার বিধায়ক লক্ষন ঘড়ুই এসে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।হার নিশ্চিত জেনে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি এজেন্ট কে বুথে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ । দিলীপ ঘোষ বলেন খবর পেয়েছি আমাদের এজেন্ট দের বিভিন্ন বুথে বসতে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস কর্মীরা।প্রয়োজনে আমি যাবো।লক্ষন ঘড়ুই কি বললেন দেখুন
পরে বিজেপি এজেন্ট কে ঢুকতে দিলে ফের শান্তিতে ভোট পর্ব শুরু হয়। এদিকে দীর্ঘ ক্ষন ধরে রাস্তায় দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন এই অভিযোগ তুলে প্রাক্তন বরো চেয়ারম্যান রমা হালদারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখিয়ে কার্যত ধাক্কা দিয়ে বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ুই কে এলাকা ছাড়া করে।এই ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শেষমেশ।