ভোটের আগের দিন প্রাত: ভ্রমনে খোস মেজাজে দিলীপ ঘোষ

রবিবার,১২ ই মে ২০২৪

গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : দেড় মাস লোকসভা নির্বাচনের প্রচারে তিনি ব্যস্ত ছিলেন। সকাল থেকে রাত পর্যন্ত প্রচারের চরম ব্যস্ততা থাকলেও কোনদিন ভোরে উঠা এবং প্রাত: ভ্রমনে ব্যাঘাত ঘটেনি তার। গত দেড় মাসে তিনি তার দলের নেতা কর্মীদের একটা কথাই  শিখিয়েছেন  কিভাবে শৃঙ্খলা জীবন যাপন করতে হয়।যারা শিখেছেন তারা তাকে অন্তর থেকে নিয়েছেন।আর যারা তাকে পছন্দ করেন না অথচ মুখে বলতেও পারেন না তারা ও কাছ থেকে দেখলেন কিভাবে শৃঙ্খলাময় জীবনযাপন করতে হয়।রাজ্য বিজেপির এই মুহূর্তে মাস্টার মশাই দিলীপ ঘোষের কথাই বলছি।তার হাত ধরেই এই বাংলায় বিজেপি নেতৃত্ব দুটি আসন থেকে লোকসভায় ১৮ টি আসন পেয়েছে। তিনি তাই বিজেপির নয়নের মনি। এবার দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের হেভিওয়েট বিজেপি প্রার্থী।দেড় মাসধরে  বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিভিন্ন এলাকায় প্রচার করছেন। কিন্তু চরম ব্যস্ততার মধ্যেও একদিন ও তার প্রাত ভ্রমনে খামতি রাখেননি।দলের যারা নির্দিষ্ট সময়ে তার সঙ্গে সাত সকালে ঘুম থেকে উঠে আসতে পারেননি তাদের ও তিনি বকাঝকা করেছেন। চল্লিশ বছর বাড়ি ছেড়ে দলের কাজ করছেন এই আর এস এস হোল টাইমার।তাই জীবনের শৃঙ্খলা তার প্রধান বলেই মনে করেন দিলীপ ঘোষ।কখনো গদা হাতে, কখনো লাঠি, হি ম্যান ইমেজের রাজ্য বিজেপির প্রচারের‌ মুখ তিনি, সব সময় বিতর্ক তার। তার দাবি তিনি ছোটেন না কারোর পিছনে, বিতর্কিত এই বিজেপি নেতার সঙ্গে ছোটেন  এক ঝাঁক সংবাদ মাধ্যম।কখন কি বলে ফেলেন। সোজাসাপ্টা উত্তর তার।এটাই তার ব্যক্তিত্ব। এই জন্য গত দেড় মাসে বিরোধী দলের অনেক কর্মীও দিলীপ ঘোষের ভক্ত এই মুহূর্তে। তাই বিভিন্ন দলের অভিমানী কর্মীদের শেষ ভরসা দিলীপ ঘোষ, রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারণা দিলীপ ঘোষ থাকাই এবছর বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে  সিপিএম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের ক্রস ভোটিং এর আশঙ্কা রয়েছে ।বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে দিলীপ ঘোষ প্রার্থী হবার পর বিরোধী দল তৃন কংগ্রেসের কাছে এই আসনটি পুনরুদ্ধার বেশ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।দেড় মাস প্রচারে মাটি কামড়ে পড়ে থাকার পর শনিবার প্রচার শেষ হয়েছে। তাই রবিবার বেশ হাল্কা মেজাজে দেখা গেল দিলীপ ঘোষ কে। রবিবার সকালে দুর্গাপুরের বিধান নগরের সেক্টর টুসি এলাকায় প্রাত ভ্রমন করেন দিলীপ ঘোষ।এরপর সেক্টর টুসি মা আনন্দময়ী মন্দিরে প্রনাম সেরে চা পান করেন।দলের কর্মীদের মনোবল চাঙ্গা করতে রবিবার বর্ধমান যাচ্ছেন তিনি। সোমবার সকালে ফের দুর্গাপুরে ফিরবেন জানালেন তিনি। সোমবার ভোটের দিন বর্ধমান দুর্গাপুর করবেন সারাদিন তিনি।রবিবার সকালে উপস্থিত সাংবাদিকরা দিলীপ ঘোষ কে প্রশ্ন করেন ভোটের প্রচার শেষ হয়েছে শনিবার বিকেলে। রবিবার সকালে আপনি স্ব পারিষদ নিয়ে ঘুরছেন  কেন ! দিলীপ ঘোষ  স্বভাব সুলভ ভঙ্গিতে বলেন এটা আমার প্রতিদিনের রুটিন সকালে উঠে প্রাত ভ্রমন করা।লোকের সঙ্গে দেখা করে সুখদুঃখ শেয়ার করা। দেখুন সরাসরি দিলীপ ঘোষের আজকের বক্তব্য

 

error: Content is protected !!