প্রচারের শেষ লগ্নে বর্ধমান দুর্গাপুর আসানসোল সরগরম

শনিবার,১১ই মে ২০২৪

শ্রেয়া দাস ,দুর্গাপুর : সোমবার বহু প্রতীক্ষিত লোকসভা নির্বাচন। চতুর্থ পর্যায়ের ভোটগ্রহণ করা হবে পশ্চিম বঙ্গের কয়েকটি জেলায়। তারমধ্যে পশ্চিম বর্ধমান ও আসানসোল রয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ অনুযায়ী ১১ ই মে বিকেল পাঁচটায় ভোটের প্রচার পর্ব শেষ হয়েছে। প্রচারের শেষ লগ্নে বর্ধমান দুর্গাপুর ও আসানসোল লোকসভা আসনে জোর কদমে প্রচার করা হয়। আসানসোলের কেবলমাত্র পাণ্ডবেশ্বর বিধানসভায় গত লোকসভা নির্বাচনে এক লাখ ভোটে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা কে লিড দিয়েছিলেন।সেই লক্ষ্যে এবার ও প্রচারের শেষ লগ্নে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বর এলাকার ১৬ টি গ্রাম নিজেই প্রচার সারেন। আসানসোল লোকসভার অন্তর্গত বিভিন্ন গ্রামের মানুষকে বোঝান তৃণমূল কংগ্রেস কে ভোট দিলে তারা সমস্ত সুবিধাই পাবেন। গ্রামের মানুষদের পাশে দিদি যেমন আছেন তেমনি একডাক দিলেই তোমাদের ভাই নরেন ও আছেন। তেমনি এদিন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ বর্ধমানে প্রচার সারেন। বর্ধমানের বিভিন্ন ওয়ার্ডে  দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ঘোরেন। তৃণমূল কংগ্রেস যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায় এদিন কীর্তি আজাদের সমর্থনে মিছিল করেন। দুর্গাপুরের আমরাই মেনগেট এলাকায় বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মিছিল বের করে বিভিন্ন এলাকায় ঘোরেন। সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। দিলীপ ঘোষের সমর্থনে দুর্গাপুরের বাঁকুড়া মোড় এলাকায় বিজেপির জনসভায় বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি সুশান্ত মজুমদার ,পাপিয়া অধিকারী। সিপিএম কর্মীরা সিপিএম কংগ্রেসের জোট প্রার্থী সুকৃতি ঘোষালের সমর্থনে মিছিল করেন দুর্গাপুরের বিভিন্ন এলাকায়। প্রচার শেষ এখন দেখার সোমবার ১৩ ই মে মানুষ কোন রাজনৈতিক দলের প্রতিনিধি কে বেছে নিয়ে পার্লামেন্টে পাঠানোর জন্য ভোট দেন।এর ফলাফল পেতে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী ৪ ই জুন  পর্যন্ত ।

error: Content is protected !!