বুধবার,৮ই মে ২০২৪
প্রিয়া দত্ত, চুরুলিয়া : যথাযথ মর্যাদায় দেশজুড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী পালন করা হয় বুধবার।রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে আসানসোলের কবিতীর্থ চুরুলিয়ার নজরুল একাডেমীতে দোলন চাঁপা নজরুল ফাউন্ডেশনের উদ্যোগে এবছর ২৫শে বৈশাখ সকালে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। নজরুল একাডেমীতে একদিকে বিদ্রোহী কবি নজরুল অপরদিকে কবিগুরু রবীন্দ্রনাথ বাংলার দুই পথপ্রদর্শক কবিকে ২৫ শে বৈশাখ দোলন চাঁপা নজরুল ফাউন্ডেশনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়, বিদ্রোহী কবি নজরুলের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় যা এক অন্য রুপ পায় এদিন।সংস্থার পক্ষ থেকে কবিগুরু কে মাল্যদান, রবীন্দ্র চর্চার মধ্যদিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সংস্থার বিভিন্ন শিল্পীরা রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করেন। সংস্থার পক্ষ থেকে শিল্পীদের সম্মান জানানো হয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ও সন্মান জানানো হয় সবমিলিয়ে নজরুল একাডেমীতে দোলন চাঁপা নজরুল ফাউন্ডেশনের উদ্যোগে এদিনের রবীন্দ্র জয়ন্তী পালন এক নজির সৃষ্টি করে।