মঙ্গলবার,৭ই মে ২০২৪
গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : তিনি বার বার প্রমান করেছেন এই বাংলায় তাঁর বিকল্প তিনি নিজেই । মঙ্গলবার দুর্গাপুরের প্রান্তিকা থেকে ভিড়িঙ্গী মোড় পর্যন্ত চার কিলোমিটার সংখ্যার পথের পদযাত্রায় জনসমুদ্রে ভেসে তিনি ফের প্রমান করলেন এই বাংলায় তিনিই প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তিনিই মহিলাদের আশা ভরসা তিনি জনগণের নেত্রী- তিনিই জননেত্রী। মঙ্গলবার দুপুরে প্রান্তিকা থেকে ভিড়িঙ্গী মোড় পর্যন্ত চার কিলোমিটার পথ মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগে ভেসে নির্বাচনী প্রচারের পদযাত্রা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। যতদূর চোখ যায় শুধু ই মানুষ আর মানুষ। প্রবল দাবদাহের মধ্যে হলেও সোমবার রাতভর বৃষ্টি হওয়া মঙ্গলবার তাপমাত্রা কিছুটা আরাম দায়ক ছিল।তাই রাস্তায় অগনিত মমতা ভক্ত এক পলক চোখের সামনে দেখতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা। মঙ্গলবার দুপুরে হেলিকপ্টার থেকে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় প্রান্তিকা থেকে ভিড়িঙ্গী মোড় পর্যন্ত পদ যাত্রা শুরু করেন তখন প্রায় পড়ন্ত বেলা। রাস্তায় কাউকে হাত জোড় করে নমষ্কার জানান আবার কখনো রাস্তায় দাঁড়িয়ে থাকা মায়ের কোল থেকে সন্তান কে নিজের কোলে নিয়ে নেন। পথ চলতে চলতে রাস্তায় দাঁড়িয়ে থাকা মহিলাদের সঙ্গে কুশল বিনিময় করেন।তারাও হাতের কাছে চাঁদ পেয়ে সুবিধা পাওয়া বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে।পানাগড়ের পদযাত্রাও জনসমুদ্রে পরিণত হয়। প্রান্তিকা থেকে ভিড়িঙ্গী মোড় পর্যন্ত পদযাত্রায় এক ই ছবি দেখা যায়। একদিকে পদযাত্রায় কাঁসর ঘন্টা ঢাকের আওয়াজ অপরদিকে একরাশ আবেগে প্রিয় নেত্রীকে এক পলক দেখে শুধু অপেক্ষা।শিল্পাঞ্চলের মানুষের ভালোবাসা আর্শীবাদ যাতে ভোট বাক্সে প্রতি ফলিত হয় তাই ভরা দুপুরে দীর্ঘ চার কিলোমিটার পথ অতিক্রম করেও মুখে ক্লান্তির ছাপ নেই মুখ্যমন্ত্রীর। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনটি ২০১৯ এর তৃণমূল কংগ্রেসের হেরে যাওয়া আসন। ২০২৪ এ বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনটি ফের নিজের দখলে আনতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কীর্তি আজাদের সমর্থনে দুর্গাপুরে জনসভা থেকে পদযাত্রা। দুই প্রচারেই শুধু ই মানুষ। এরমধ্যে মহিলাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো।ফের মঙ্গলবার পদযাত্রায় তিনি ফের প্রমান করলেন এই বাংলায় তিনিই এখনো জনগণের নেত্রী তিনি ই জননেত্রী। দেখুন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুরের নাচন রোডের সেই পদযাত্রা