বুধবার, ১লা মে ২০২৪
অনুসূয়া রায়,দুর্গাপুর : রাজনীতিতে এরা সকলেই একে অপরের বিরুদ্ধে যুযুধান। লোকসভা নির্বাচন প্রচারে প্রতিদিন একে অপরকে গালমন্দ করেন। রাজনীতি রাজনীতির জায়গায় থাক।কিন্তু আমরা সকলেই সমাজিক প্রানী । একে অপরের পাশে না থাকলে কিসের এই সমাজ। বললেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অপরদিকে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বললেন আমরা সবাই এই সমাজের মানুষ। একে অপরের পাশে থাকতে চাই। রাজনীতি রাজনীতির জায়গায় থাক। এটা মানবিক বিষয়।মানুষের বিপদে আপদে থাকি আমি জানান নরেনবাবু।মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর মাতৃ বিয়োগ হয়।এই খবর শুনে বুধবার সকাল সকালেই দুর্গাপুরের সেপকোর দেবেশ চক্রবর্তীর বাড়িতে ছুটে আসেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। বেশকিছু ক্ষন থাকেন দেবেশের বাড়িতে। এরপর বেরিয়ে যাবার সময় নরেন্দ্রনাথ চক্রবর্তী এই সৌজন্যের কথা বলেন।একই ভাবে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও বুধবার প্রাত: ভ্রমন সেরে সোজা আসেন সেপকোর দেবেশ চক্রবর্তীর বাড়িতে। বেশকিছু ক্ষন থাকেন দেবেশের বাড়িতে। এরপর বেরিয়ে যাবার সময় উপস্থিত সাংবাদিকদের বলেন দিলীপ ঘোষ দেবেশ চক্রবর্তী রাজনৈতিক ব্যাক্তি হতে পারেন। কিন্তু তিনি একজন সমাজসেবি। আমি খড়গ পুরেও তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের মাতৃ বিয়োগের সময় তার বাড়িতে ও গেছি ।একের অপরের পাশে না থাকলে কিসের এই সমাজ বলে প্রশ্ন ছুড়ে দেন দিলীপ ঘোষ এদিন।