বর্ধমানের রসুলপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্বাচনী জনসভা

৩০শে এপ্রিল ২০২৪

শ্রেয়া দাস,রসুলপুর পূর্ববর্ধমান : পূর্ব বর্ধমানের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার পূর্ব বর্ধমানের রসুলপুরে জনসভা করেন।অমিত শাহ পশ্চিম বঙ্গ সরকারের নিয়োগ থেকে সুশাসন দিতে না পারা সব ক্ষেত্র নিয়েই জনসভায় সরব হন এদিন।অমিত শাহ বলেন যে গরিবের টাকা লুট করেছে তাঁকে জেলে যেতে হবেই। অমিত শাহ বলেন , যার মন্ত্রীর ঘর থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হয়, তাঁকে তো জেলে যেতেই হবে। আপনি গরিবের টাকা লুট করেছেন মমতা দিদি।মোদীজির পাঠানো দশ লক্ষ কোটি টাকা লুট করেছেন আপনি ও আপনার সরকার।  অমিত শাহ। রাম মন্দির ইস্যুতে এদিন শাহ কংগ্রেস-তৃণমূল এবং বামেদের একযোগে আক্রমণ করেন। তাঁর কথায়, মোদীজি ক্ষমতায় এসে রাম মন্দির মামলা জিতেছেন, ভূমি পুজো করেছেন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাও করেছেন। আর তৃণমূল-কংগ্রেস এবং কমিউনিস্টরা রাম মন্দিরের বিরোধিতা করেছে। অমিত শাহ সোনার বাংলা গড়ার আহ্বান জানিয়ে বিজেপি প্রার্থীদের বাংলায় বিজয়ী করার আহ্বান জানান। দেখুন সরাসরি অমিত শাহ রসুলপুরে কিকি বললেন

 

error: Content is protected !!