২৬ শে এপ্রিল ২০২৪
শ্রেয়া দাস, দুর্গাপুর : দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউ দোহা পঞ্চায়েতের ঝাঁঝরা গ্রামে দিনরাতের ফারাক বোঝাই যায় না। বেসরকারি কারখানার থেকে নির্গত কালো ধোঁয়া য় ছেয়ে থাকে গোটা এলাকা। দূষন রোধ করতে হবে অবিলম্বে।শুক্রবার সকালে বেসরকারি কারখানার গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। তাদের দাবি এই কারখানার বাড়বাড়ন্ত এবং প্রশাসনের নজরদারির অভাবে গ্রামে বেড়েছে দূষণ। এক বছর আগে এই বেসরকারি কারখানা বৃহত্তর আন্দোলন হয়েছিল এই সেই সময় কর্তৃপক্ষ ও দূষণ নিয়ন্ত্রণ দপ্তর সঙ্গে ছিল স্থানীয় থানাও এমনই ত্রিপাক্ষিক বৈঠকে ঠিক হয় গ্রামের দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হবে কিন্তু দীর্ঘ এক বছর পার হয়ে যাওয়ার পর দূষণ নিয়ন্ত্রণ হয়নি।দূষন নিয়ন্ত্রন দপ্তরের কোন দায়দায়িত্ব নেই।কোন নজরদারি নেই।এই। সুযোগে কারখানা কর্তৃপক্ষ গ্রামে দূষন ছড়িয়ে যাচ্ছে।