কালনায় শিবির করে হজ যাত্রীদের ভ্যাকসিন দেওয়া হলো

বৃহস্পতিবার,২৫শে এপ্রিল ২০২৪

মৌলি বসু , কালনা : হজ যাত্রীদের জন্য  বৃহস্পতিবার ভ্যাকসিনেশন শিবির অনুষ্ঠিত হলো কালনায়। কালনা সাবডিভিশনাল হাসপাতালে  বৃহস্পতিবার হজ যাত্রীদের জন্য বিশেষ শিবিরে ভ্যাকসিন দেবার ব্যবস্থা করা হয়। জানা গেছে  এবছর গোটা পূর্ব বর্ধমান জেলায় আড়াইশোর ওপর হজ যাত্রী রয়েছেন। কালনা সাবডিভিশনাল হাসপাতালের মতো জেলার বিভিন্ন হাসপাতালে ও বিশেষ শিবির করে  হজযাত্রীদের ভ্যাকসিন দেওয়া হবে। বৃহস্পতিবার কালনা মহকুমা হাসপাতালে ১৮ জন হজ যাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয়। হাসপাতালে ভ্যাকসিন দেবার সময় উপস্থিত ছিলেন  সুপার চন্দ্রশেখর মাইতি, অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস, রাজ্যের মন্ত্রি স্বপন দেবনাথ সহ বিশিষ্ট জনেরা। মন্ত্রী স্বপন দেবনাথ হজযাত্রী থেকে স্বাস্থ্য কর্মী সকলকেই গোলাপ উপহার দেন এদিন।

error: Content is protected !!