সোমবার,২২ শে এপ্রিল ২০২৪
অনুসূয়া রায়, রানীগঞ্জ : রানীগঞ্জের চিনকুটি সার্কাস মার্কেটে অগ্নিকাণ্ডের পর পরিদর্শনে গিয়ে নিগৃহীত হলেন সিপিএমের আসানসোলের প্রাক্তন সাংসদ বংশ গোপাল চৌধুরী ও রানীগঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রুনু দত্ত। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।
রবিবার দুপুরে আসানসোল পুরসভার ৯০নং ওয়ার্ডের অন্তর্গত চিনকুটি সার্কাস ময়দানের অস্থায়ী মার্কেটের ৪৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সোমবার পরিদর্শনে যান বংশ গোপাল চৌধুরী ও রুনু দত্ত।তাকে ঘিরে তুমুল বিক্ষোভ হয়।তৃণমূল কংগ্রেস কর্মীরা বংশ গোপাল চৌধুরী এবং রুনু দত্ত কে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায়। তাদের ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ।বংশ গোপাল চৌধুরী ও রুনু দত্ত কেন তারা পরিদর্শনে এসেছেন সেই কৈফিয়ত চান তৃণমূল কংগ্রেস কর্মীরা।
রবিবার এই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিজস্ব চিত্র
তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ বংশ গোপাল চৌধুরী ও রুনু দত্ত ক্ষতিগ্রস্ত দের উস্কানি দিয়েছেন।তাই স্থানীয় মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বংশ গোপাল চৌধুরী এই অভিযোগ অস্বীকার করে বলেন কোন উস্কানি দেওয়া হয়নি। আমরা খোঁজখবর নিতে গিয়েছিলাম। যদিও বংশ গোপাল চৌধুরী এই অপ্রত্যাশিত ঘটনার জন্য পরে দুঃখপ্রকাশ করেন।