সোমবার ৮ই এপ্রিল ২০২৪
গনেশ চক্রবর্তী,নিউজ বাংলা ডিজিটাল : লোকসভা নির্বাচনে আসানসোলে বিজেপির প্রার্থীর নাম এখনো চুড়ান্ত হয়নি। ভোজপুরি স্টার পবন সিং এর নাম ঘোষণা হলেও পবন সিং আসানসোলে ভোটে লড়তে অরাজি হতেই আসানসোলের বিজেপি প্রার্থী র নাম নিয়ে চলছে বিভিন্ন জল্পনা। সিপিএমের জাহানারা খান তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা আসানসোলের প্রার্থী হতেই বিজেপির কে প্রার্থী সেই নিয়ে জোর জল্পনা চলছে। অনেকেই মনে করছেন আসানসোলে লোকসভা আসনটি বাবুল সুপ্রিয়র পর বিজেপি র হাতছাড়া হয়েছে।২০১৯ এ বিজেপির পরাজয় হয় । তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা বিপুল ভোটে বিজয়ী হন এই আসন থেকে।ফের এবার সেই শত্রুঘ্ন সিনহা ই আসানসোলের বিজেপি প্রার্থী। স্বাভাবিকভাবেই আসানসোলে বিজেপি একজন জনপ্রিয় বিজেপি নেতা কে না দাঁড় করালে কোনভাবেই আসানসোলের জয় বিজেপির স্বপ্ন দুঃস্বপ্ন ই রয়ে যাবে এবারও। এইসমস্ত জল্পনার মধ্যে প্রতিদিন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারী বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে আসানসোলের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে জনসংযোগ সারছেন।ভোরের মর্নিং ওয়াক, চা চক্র থেকে রাত পর্যন্ত আসানসোলের বিভিন্ন এলাকায় ভোট প্রার্থীর মতো বিজেপিকে জয়ের আবেদন করছেন। প্রচারে লোকজন ও বেশ ভিড় করছেন। জিতেন্দ্র তেওয়ারীর এই ভাবে নির্বাচনী প্রচার দেখে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারণা হয়তো আসানসোল লোকসভা আসনে বিজেপি জিতেন্দ্র তেওয়ারীকেই প্রার্থী করতে পারে।কারন আসানসোল লোকসভা আসনটি বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারীর হাতের মুঠোয় রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি থেকে আসানসোলের মেয়র সব দায়িত্ব তিনি সামলেছেন।বাঙালি অবাঙালি সকলের সঙ্গে সুসম্পর্ক । তাছাড়া গুচ্ছ গুচ্ছ শাসকদলের সঙ্গে মামলা মোকদ্দমা তর্ক বিতর্কে সব সময় খবরের শিরোনামে। রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছেন শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি কে লড়তে গেলে এই মুহূর্তে আসানসোলের লড়াকু ছেলে জিতেন্দ্র তেওয়ারী বড় ভরসা হতে পারে। শাসকদলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করতে জিতেন্দ্র তেওয়ারী নাম এই মুহূর্তে ঘোষণা করতে চায় না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।শাসকদল তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে প্রতিপক্ষ বিজেপি কোন প্রার্থী হবেন সেটা ধোঁয়াশায় রাখতে আসানসোলের বিজেপি প্রার্থী র নাম এখনো চুড়ান্ত করেনি বিজেপি নেতৃত্ব বলে মনে করছেন অনেকেই। বিভিন্ন এলাকায় বাধা রুখতে ,শাসকদলের লোকজনদের ঝুটঝামেলা এড়াতে আসানসোলের বিভিন্ন এলাকা জিতেন্দ্র তেওয়ারীর প্রচার সম্পন্ন হলে হয়তো আসানসোলের বিজেপি প্রার্থী র নাম হিসেবে জিতেন্দ্র তেওয়ারীর নাম চুড়ান্ত ভাবে ঘোষণা করা হবে।যদিও এই নিয়ে জিতেন্দ্র তেওয়ারী কে প্রশ্ন করা হলে পোড় খাওয়া নেতা জিতেন্দ্র তেওয়ারী দলের হয়ে প্রচার সারছেন বলে সুকৌশলে এড়িয়ে যান সাংবাদিকদের তির্যক প্রশ্ন। এদিকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মন্ত্রী প্রদীপ মজুমদার সহ তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃবৃন্দ সোমবার সাংবাদিক সম্মেলন করে ফের জিতেন্দ্র তেওয়ারী এন আই এ বিতর্ক উস্কে ফের নির্বাচন কমিশনে প্রমান সহ অভিযোগ জানানোর হুঁশিয়ারি দেয়।