সোমবার,৮ই এপ্রিল ২০২৪,
গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালো দুর্গাপুরের ফুলঝোড় এলাকার মহিলারা। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে ফুলঝোড় এলাকা উতপ্ত হয়ে ওঠে।
তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে ও একপ্রস্থ ধাক্কা ধাক্কি ও উতপ্ত বাক্যবিনিময় হয়। পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামে।দুপক্ষ কে সামলে শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার পূর্ব কর্মসূচি অনুযায়ী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বিধায়ক লক্ষন ঘড়ুই সহ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে চা চক্রে ফূলঝোড় মোড়ে আসেন। এরপরেই স্থানীয় মহিলারা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কে রাজ্য সরকার কে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে প্রতিবাদ করতে যান। মহিলাদের অভিযোগ দিলীপ ঘোষ মহিলাদের কোন কথা শোনেননি। বরং তাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন বলে অভিযোগ স্থানীয় মহিলাদের।এই অভিযোগ পাল্টা অভিযোগে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা একজোট হয়ে বিক্ষোভ দেখাতে থাকে দিলীপ ঘোষ কে। এরপরেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। দিলীপ ঘোষ দূর হটো শ্লোগান তুলে তৃণমূল কংগ্রেস কর্মীরা । অপরদিকে দিলীপ ঘোষের নেতৃত্বে পিসি চোর ভাইপো চোর শ্লোগান তুলে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।গোটা এলাকা উতপ্ত হয়ে ওঠে। পুলিশ গোটা এলাকা শান্ত করতে চেষ্টা করে। এরপরেই দিলীপ ঘোষ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে স্থান ত্যাগ করেন। দিলীপ ঘোষ বলেন আমার জয় নিশ্চিত দেখে ভয় পেয়ে তৃণমূল কংগ্রেস মহিলাদের দিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে চা চক্রে গন্ডগোলের পরিকল্পনা করেছে। বিজেপি জয়ের রথ কোনভাবে আটকাতে পারবেনা পিসি ভাইপোর চোরের দল। অপেক্ষা করুন মানুষ ই তাড়াবে এদের এবার। এদিকে স্থানীয় মহিলারা বলেন আমরা কোন দল করিনা।আমরা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে বলতে গিয়েছিলাম দিলীপ ঘোষ কে। পনেরো হাজার টাকা দেবার প্রতিশ্রুতি ছিল এখনো পেলাম না কেন।কেন এতো গ্যাসের দাম বেড়েছে। মহিলাদের প্রতিদিন কেন দিলীপ ঘোষ অসম্মান করেন।এইসব নিয়ে বলতে গেলাম আমরা দিলীপ ঘোষ কোন কথা শুনলেন না উল্টে দুর্ব্যবহার করলো বিজেপি কর্মীরা।এর প্রতিবাদে আমরা সরব হয়েছি এখানে। অভিযোগ পাল্টা অভিযোগে উতপ্ত হয়ে ওঠে ফুলঝোড় এলাকা। একদিকে দিলীপ ঘোষ দূর হটো এবং জয় বাংলা শ্লোগান অপরদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের শ্লোগান। দুপক্ষের বাগবিতণ্ডায় কি পরিস্থিতি হলো সাত সকালে ফুলঝোড় এলাকায় দেখুন সরাসরি….