শুক্রবার,২২শে মার্চ ২০২৪
সুজিত ভট্টাচার্য, নিউজ বাংলা ডিজিটাল : কাঁকসার গোপালপুরে তৃণমূল নেতা পবিত্র বিশ্বাস কে পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতার হলো শম্ভু দাস ও তার স্ত্রী পূর্ণিমা দাস।দুই জনকে গতকাল রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের মুচিপাড়ার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ।শুক্রবার ধৃত দুই জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় বলে জানা গেছে।ধৃত শম্ভু দাস জানিয়েছেন পবিত্র মঙ্গলবার রাতে তার বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে তাকে মারতে যায়।নিজের প্রান বাঁচাতে গিয়েই পবিত্র কে মারধর করা হয়েছে। তাতে তার মৃত্যু হয়েছে।প্রসঙ্গত:-গত মঙ্গলবার রাত্রে কাঁকসার গোপালপুরে পবিত্র বিশ্বাস নামের এক তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠে এলাকারই বাসিন্দা শম্ভু দাসের বিরুদ্ধে। শম্ভু দাসের বাড়ির সামনে থেকে পবিত্র কে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে পরিবারের সদস্যরা নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। বুধবার ভোরে পবিত্রর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা গোপালপুর গ্রাম। গোপালপুরে উত্তেজিত বাসিন্দারা শম্ভু দাসের বাড়ি ভাঙচুর চালায় এবং তার বাড়ির সামনে থাকা একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পর থেকেই উত্তপ্ত গোপালপুর গ্রাম। বৃহস্পতিবার পবিত্র বিশ্বাসের মৃতদেহ সম্ভু দাসের বাড়ির সামনে রেখে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। পরে পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে মৃতদেহ তুলে নিয়ে যায় গ্রামবাসী। পুলিশের আশ্বাসের ২৪ ঘন্টার মধ্যেই এই ঘটনায় দুইজনকে বৃহস্পতিবার রাতে দুর্গাপুর থেকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর শম্ভু দাসের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল মৃত পবিত্র বিশ্বাসের। শম্ভু দাস এই অবৈধ সম্পর্ক মানতে পারেনি এই নিয়ে পবিত্র বিশ্বাস এবং শম্ভু দাসের মধ্যে কয়েক বছর ধরে গন্ডগোল চলছিল। ঘটনার দিন ও শম্ভু ও পবিত্র বিশ্বাসের শম্ভুর স্ত্রী কে নিয়েই ঝামেলার সূত্রপাত বলে সূত্রের খবর।