ভিড়িঙ্গী কালী মন্দিরে পূজো দিয়ে প্রচারের জনজোয়ারে ভাসলেন কীর্তি আজাদ

মঙ্গলবার, ১২ ই মার্চ ২০২৪

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ১৯৮৩ র বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ সদস্য কীর্তি আজাদ মঙ্গলবার সকালে দুর্গাপুরের প্রাচীন মন্দির ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরে পূজো দিয়ে প্রচার শুরু করেন। মঙ্গলবার সকালে  কীর্তি আজাদ ভিড়িঙ্গী কালী মন্দিরে পূজো দিতে আসছেন এই চাউর হতেই তৃণমূল কংগ্রেস কর্মী এবং ১৯৮৩ বিশ্ব কাপ জয়ী কীর্তির  ভক্তরা কীর্তি কে একপলক দেখতে মন্দির প্রাঙ্গণে ভিড় জমাতে থাকেন। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা দুর্গাপুর পূর্ব বিধান সভার বিধায়ক মন্ত্রী প্রদীপ মজুমদার কে সঙ্গে নিয়ে সময় মতো মন্দিরে এসে মঙ্গলবার সকালে পূজো দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। একসময় মন্দির প্রাঙ্গণ তিল ধারণের জায়গা ছিল না। যেদিকে তাকানো যায় শুধু কালো মাথা আর মাথা।যেন জনসমুদ্রে পরিণত হয় মন্দির চত্ত্বর। প্রচারের প্রথম দিনেই ছক্কা মারেন তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী।ভিড় ঢেলে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কোনরকমে গাড়িতে তোলেন কীর্তি আজাদকে। কীর্তি আজাদ নিজের জয় প্রসঙ্গে নিউজ বাংলা ডিজিটালকে এক প্রশ্নের উত্তরে বলেন আমি আমার জয় নিয়ে নিশ্চিত। আমি আত্মবিশ্বাসী খুব।দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের প্রচুর আস্থা রয়েছে এই বাংলায়। প্রচুর জনকল্যাণ মুখী প্রকল্পের কাজ মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বাংলার মানুষের জন্য। দিদি উন্নয়নের দিশারী।আর বাংলার প্রভূত উন্নয়ন ই তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীদের জয়ী করবে। রাজনীতিতে পোড় খাওয়া প্রবীন নেতা কীর্তি আজাদ বলেন তাই বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের আমি যেখানে যাচ্ছি সেখানেই মানুষের জনপ্লাবন দেখতে পাচ্ছি।এতেই প্রমান হয় দিদির প্রতি মানুষের প্রচুর আস্থা রয়েছে।  বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনটি গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বিজেপি জয় ছিনিয়ে নেয়। এবার দেখার কীর্তি আজাদের ক্যারিশমা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক গুচ্ছ জনকল্যাণ প্রকল্পের মানুষের  সুবিধা কি পারবে বিজেপিকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনটি ফের তৃণমূল কংগ্রেসের ঘরে ফিরিয়ে দিতে ! যদিও ফল নিয়ে আশাবাদী কীর্তি আজাদ। বাস্তবে সেই জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আমাদের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার সময় পর্যন্ত।

error: Content is protected !!