বেনাচিতিতে ব্যাংকের সামনে থেকে গ্রাহকের টাকা ছিনতাই

শনিবার,২রা মার্চ ২০২৪

নিউজ ব্যুরো, নিউজ নিউজ বাংলা : দুর্গাপুর ইস্পাত কারখানার এক প্রাক্তন শ্রমিকের ব্যাংক থেকে তোলা টাকা রাস্তায় ছিনতাই এর ঘটনায় শনিবার দুপুরে দুর্গাপুরের বেনাচিতি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন শ্রমিক, ট্রাঙ্ক রোড এলাকার বাসিন্দা জ্যোতিস দাস বেনাচিতির ব্যাংক অফ বরোদা থেকে এক লাখ আশি হাজার টাকা তুলে কাপড়ের থলিতে সাইকেলে করে বাড়ি নিয়ে যাবার সময় ছিনতাই বাজদের খপ্পরে পড়ে সর্বস্ব হারান। জানা গেছে ব্যংক থেকে টাকা তুলে বের হবার পর কোন এক ব্যাক্তি তাকে রাস্তায় দশ কুড়ি টাকা পড়ে থাকতে দেখে এই গুলো আপনার টাকা বলেন। জ্যোতিস ঔ টাকা তার নয় বলে অস্বীকার করলে ফের ঔ ব্যাক্তি রাস্তার পড়ে থাকা টাকা ব্যাংকে জমা করে দিতে বলেন।জ্যোতিস দাস ফের অস্বীকার করতে করতে ততক্ষনে তার থলের টাকা উধাও হয়ে যায়। এরপর প্রান্তিকা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। পুলিশ এসে রাস্তার সিসি ক্যামেরা দেখে ছিনতাই বাজ কে ধরতে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

error: Content is protected !!