শুরু হলো দুর্গাপুরে সৃষ্টিশ্রী মেলা চলবে ২৩শে জানুয়ারি পর্যন্ত

শুক্রবার,১৯শে জানুয়ারি ২০২৪

গনেশ চক্রবর্তী ,নিউজ বাংলা ডিজিটাল : রাজ্যের পঞ্চায়েত ও  গ্রামোন্নয়ন দপ্তর  এবং পশ্চিম বঙ্গ সরকারের আনন্দ ধারা প্রকল্পের যৌথ উদ্যোগে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পীদের কল্যানে দুর্গাপুরে শুরু হলো আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা। দুর্গাপুরের পলাশডিহার দুর্গাপুর হাটে শুক্রবার ১৯শে জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন হয় সৃষ্টিশ্রী মেলার। উদ্ধোধন করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার,জেলা শাসক পান্নোবালাম এস, দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুরের  মহকুমা শাসক ডা সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুরের ডিসিপি কুমার গৌতম, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকা থেকে বহু হস্তশিল্পীরা তাদের হাতের তৈরি সামগ্রী নিয়ে এই মেলায় যোগদান করেছেন।এই মেলা চলবে ২৩ শে জানুয়ারি পর্যন্ত। মেলার  আকর্ষণ বাড়াতে প্রতিদিন মেলায় নামিদামি শিল্পীদের গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।১৯শে জানুয়ারি প্রথম দিনে হয় কার্তিক দাস বাউলের বাউল গান।২০শে জানুয়ারি শিল্পী অর্পিতা চক্রবর্তীর গান ।২১শে জানুয়ারি সুরজিৎ ও সম্প্রদায়ের গান।২২শে জানুয়ারি সোমলতার গান এবং ২৩শে জানুয়ারি থাকছে দোহার এর রাজীব ও সম্প্রদায়ের গান।

error: Content is protected !!