দুর্গাপুর হাটে সৃষ্টিশ্রী মেলার আমন্ত্রণ মূলক বার্তা নিয়ে শহরের বিভিন্ন এলাকায় শোভাযাত্রা আজ

শনিবার ১৩ই জানুয়ারি ২০২৪

ব্যুরো নিউজ ,নিউজ বাংলা ডিজিটাল : পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে দক্ষিণবঙ্গের ৫টি জেলা ও প্রায় ১২০ টির বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা নির্মিত হস্তশিল্পের সম্ভার নিয়ে শুরু হতে চলেছে ‘সৃষ্টিশ্রী’ মেলা। দুর্গাপুর হাটে এই মেলা ১৯শে জানুয়ারি শুরু হবে এবং চলবে ২৩ শে জানুয়ারি পর্যন্ত।এই উপলক্ষ্যে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় আজ রবিবার সকালে সৃষ্টিশ্রী মেলার আমন্ত্রণ মূলক বার্তা বহন করতে ছটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।দুর্গাপুরের প্রথমবার দক্ষিণবঙ্গের ৫টি জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে সবথেকে উৎকৃষ্ট মানের হস্তশিল্প সামগ্রী যেসব শিল্পীরা বানিয়েছেন নিজের হাতে তারাই উপস্থিত থাকবেন এই সৃষ্টিশ্রী মেলায়। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলাতে যে সকল হস্তশিল্প ও সামগ্রী প্রশংসিত হয়েছে সেই সব সামগ্রীর এক বিশাল সম্ভার নিয়ে শুরু হবে এই সৃষ্টিশ্রী মেলা। এই সৃষ্টিশ্রী মেলাটিকে শিল্পাঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক অভিনব কায়দায় প্রচারের আয়োজন করা হয়েছে। প্রথম- প্রভাতফেরি হচ্ছে শিবাজী আমতলা থেকে আশীষ মার্কেট – অশোক এভিনিউ -সানডে ক্লাব – ডি সেক্টর হয়ে ডিএসপি মেন হসপিটালে শেষ হবে।দ্বিতীয়- প্রভাতফেরিটি শুরু হবে ভারতী মোড় থেকে জয়দেব- বিদ্যাপতি- বকুলতলা হয়ে চন্ডীদাস রোটারীতে শেষ হ্যে।তৃতীয় প্রভাতফেরিটি শুরু হবে ভগৎ সিং মোড় থেকে রাজেন্দ্র প্রসাদ – চন্ডীদাস হয়ে নিউটন মার্কেট অবধি যাবে ।চতুর্থ- প্রভাতফেরিটি শুরু হবে ভগৎ সিং মোড় থেকে কবিগুরু সেকেন্ড স্টপেজ হয়ে মওলানা আজাদ – চতুরঙ্গ ময়দান -বিগ-বাজার হয়ে দুর্গাপুর নগর নিগমের সামনে শেষ হবে।পঞ্চম – প্রভাতফেরিটি শুরু হবে কনিষ্ক মোড় থেকে হর্ষবর্ধন – স্টিল মার্কেট পর্যন্ত।ষষ্ঠ প্রভাতফেরীটি শুরু হবে স্টিল মার্কেট থেকে আনন্দ গোপাল মুখোপাধ্যায় সরণি (নাচন রোড) হয়ে ভিরিঙ্গি মোড় পর্যন্ত ।রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং দুর্গাপুরের মহকুমা শাসক ডা সৌরভ চট্টোপাধ্যায় সকলে এই শোভাযাত্রা এবং মেলায় অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান এবং মেলাকে সাফল্ মন্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

error: Content is protected !!