এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ

শুক্রবার,৫ই জানুয়ারি ২০২৪

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : ফের  এই শহরে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠলো।এক ই সপ্তাহের‌ মধ্যে ফের এক ই অভিযোগ। দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালের পর এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর  গুরুতর অভিযোগ উঠলো ।রোগী মারা গেলেও পরিবারের লোকজনকে খবর না দিয়ে পুলিশকে খবর দেবার গুরুতর অভিযোগ উঠলো হাসপাতালের বিরুদ্ধে। এবার সরাসরি চিকিৎসার গাফিলতির অভিযোগে পুলিশের উপর  সমস্ত ক্ষোভ উগরে দিল মৃতার পরিবারের লোকজন। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ। শুক্রবারের ঘটনা।মৃতার নাম চুমকি বাউরি ( ২৭ ) । জানা গেছে দুর্গাপুর স্টিল টাউনশিপের নাগার্জুন বস্তির বাসিন্দা চুমকি বাউরীর বৃহস্পতিবার প্রসব যন্ত্রণা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করালে বৃহস্পতিবার সন্ধ্যায় সিজার করে এক কন্যা সন্তানের জন্ম দেয়।  মৃতার স্বামীর অভিযোগ  সদ্য জন্ম নেওয়া শিশুটির সম্পর্কে খোঁজখবর দেওয়া হলেও তার স্ত্রীর কোন খবর দেয়নি কর্তব্যরত চিকিৎসক। শুক্রবার সকালে হঠাৎ দুর্গাপুর স্টিল টাউন শিপের বিজোন ফাঁড়ির পুলিশ এবং বিধান নগর ফাঁড়ির পুলিশ রোগীর স্বামীকে ডেকে নাকি ফাঁড়িতে আসতে বলে। এরপর জানানো হয় প্রসূতির মৃত্যুর খবর।তার পর পরই তড়ইঘড়ই করে মৃতদেহ বাড়িতে পৌঁছে দেওয়া হয় বলে অভিযোগ। নাগার্জুন বস্তির এলাকায় মৃতদেহ পৌঁছালে মৃতার পরিবারের লোকজনেরা ক্ষোভে ফেটে পড়ে পুলিশের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখায়।মৃতার পরিবারের দাবি চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে  প্রসূতির। আসল ঘটনা উন্মোচন করতে নিরপেক্ষ তদন্তের দাবি করেন মৃতার পরিবারের লোকজন। মৃতার পরিবারের দাবি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের চিকিৎসার গাফিলতি ঢাকতে হাসপাতালের চিকিৎসক ও পুলিশ মিলে পরিকল্পনা করে মৃতদেহ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় । খবর সংগ্রহ করা পর্যন্ত বিক্ষোভ চলে। পরিস্থিতি শান্ত রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয় মৃতার বাড়ি এলাকায়।

error: Content is protected !!