রাজবাঁধে তেল সংস্থার ডিপোয় বিক্ষোভ চালকদের

 

 

মঙ্গলবার ২রা জুন ২০২৪

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : রাস্তায় গাড়ি চালাতে গেলে মানতে হবে নিয়ম।এমনকি রাস্তায় দুর্ঘটনা ঘটলে উল্টে চালকদের গুনতে হবে লক্ষ লক্ষ টাকা।কেন্দ্র সরকারের নতুন নিয়মের জেরে বিপাকে পড়েছেন কাঁকসার রাজবাঁধ সংলগ্ন তিনটি রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার ডিপোর চালকরা।কেন্দ্র সরকারের নতুন নিয়মের প্রতিবাদ জানিয়ে প্রায় হাজারেরও বেশি গাড়ির চালক মঙ্গলবার সকাল ১০টা থেকে কাজ বন্ধ করে তিনটি তেল সংস্থার ডিপোর সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছে।চালকদের অভিযোগ কেন্দ্র সরকার যে নতুন নিয়ম করেছে। সেই নিয়ম মানতে গেলে কোন চালক আগামী দিনে গাড়ি চালাতে চাইবে না।এমনিতেই চালকদের জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। তার ওপর নতুন করে নিয়ম লাগু করলে সমস্যায় করতে হয়েছে চালকদের।তাই যতক্ষণ না কেন্দ্র সরকার নতুন নিয়ম প্রত্যাহার করছে ততদিন তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গাড়ির চালকরা।চালকদের বিক্ষোভের জেরে দুই বর্ধমান সহ আশেপাশের বিভিন্ন জেলা ও আশেপাশের বিভিন্ন রাজ্যে তেল পরিবহন বন্ধ থাকায় বড়সড়ো সমস্যা সৃষ্টি হতে পারে বলে অনুমান।

error: Content is protected !!