এক্সক্লুসিভ খবর : খেলো ইন্ডিয়ার কিক বক্সিং জয়ে স্বর্নপদক প্রাপ্তি দুর্গাপুরে মেয়ে সাহানার

 

 

 

রবিবার ,৩১ শে ডিসেম্বর ২০২৩

ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল :  বছর শেষে ফের সুখবর। স্বর্নপদক পেয়ে আবারো দুর্গাপুরের নাম উজ্জ্বল করলো সপ্তম শ্রেণীর ছাত্রী সাহানা খাতুন। দুর্গাপুর মহকুমার অন্ডাল থানার অন্তর্গত সাউথবাজার এলাকার বাসিন্দা সাহানা। দার্জিলিঙে অনুষ্ঠিত হওয়া সদ্য খেলো ইন্ডিয়া কিক বক্সিং প্রতিযোগিতায় একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জয় করে দুর্গাপুরের নাম উজ্জ্বল করে সে।

বাবা পেশার দিনমজুর, দরিদ্র পরিবারে বড় হওয়া সাহানা বছরখানেক ধরে এই কিক বক্সিং শিখছে। ইতিমধ্যেই রাজ্য স্তরে ও আন্তর্জ্যস্তরে বেশ কিছু পদক জুটেছে তার ঝুলিতে। এবার লক্ষ্য আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হতে চলা দিল্লিতে আন্তর্জাতিক স্তরে পদক জয়ের। খুদে এই কন্যার সাফল্যে খুশি তার অভিভাবক সহ প্রশিক্ষকেরা। পশ্চিম বর্ধমান কিডবক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ খান জানান এই প্রতিযোগিতায় দুর্গাপুর থেকে সাতজন অংশগ্রহণ করেছিলেন যাদের মধ্যে সাহানা ছাড়াও আরেকজন প্রতিযোগী ভালো ফল করে। বিগত দিনেও পশ্চিম বর্ধমান কিখবক্সিং এসোসিয়েশনের তরফ থেকে বিভিন্ন প্রতিযোগীরা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করেছে। শুক্রবার সন্ধ্যায় ওই দুই সফল প্রতিযোগীকে অ্যাসোসিয়েশনের তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন বেশ কিছু পরিচালন কমিটির সদস্যরা।

error: Content is protected !!