শনিবার,২রা ডিসেম্বর ২০২৩
ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল : রবিবার বিকেলে উদ্ধোধন দুর্গাপুর উৎসবের। আলাপনা রঙিন আলোয় সেজে উঠেছে দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দান উৎসবস্থল। ৩রা ডিসেম্বর থেকে ১৭ ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দুর্গাপুর উৎসবে। মুম্বাই কলকাতার নামিদামি শিল্পীদের গানের অনুষ্ঠান সঙ্গে সঙ্গে স্পোর্টসের অনুষ্ঠান থাকছে দুর্গাপুর উৎসবে। দুর্গাপুর উৎসব নিয়ে উৎসব প্রাঙ্গণে শনিবার বিকেলে মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী সহ দুর্গাপুর উৎসব কমিটির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন করেন। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন দুর্গাপুর উৎসবে প্রচুর মানুষের সমাগম হবে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুর্গাপুর উৎসব কে কেন্দ্র করে উৎসব প্রাঙ্গণে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।৩রা ডিসেম্বর দুর্গাপুর উৎসব প্রাঙ্গণে একলাখ প্রদীপ প্রজ্জ্বলন করা হবে তাই উৎসব প্রাঙ্গণের একটি মাত্র গেট খোলা হবে। পরবর্তী দিন থেকে উৎসব প্রাঙ্গণে প্রতিটি গেট খুলে দেওয়া হবে দর্শকদের জন্য। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন তবে দুর্গাপুর উৎসবে এলে পার্কিং ফি লাগবে। নির্দিষ্ট নিয়মেই পার্কিং টেন্ডার করে পার্কিং ব্যবস্থা করা হয়েছে। সাইকেল ৫ টাকা বাইক ১০টাকা এবং চারচাকার পার্কিং এর জন্য ২০টাকা । দুর্গাপুর উৎসবের প্রচারের জন্য দুর্গাপুর শহরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করতে এদিন একটি ই রিক্সা রেলি বের হয়। মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী এই ই রিক্সা রেলিটির সবুজ পাতাকা নেড়ে উদ্ধোধন করেন উৎসব প্রাঙ্গণ থেকে।