রবিবার,২৬ শে নভেম্বর ২০২৩
গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : ৩রা ডিসেম্বর থেকে ১৭ ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত দুর্গাপুরে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুর উৎসব। দুর্গাপুরের স্টিল টাউন শিপের রাজীব গান্ধী স্মারক ময়দান অর্থাৎ চিত্রালয় রথের মেলা ময়দানে অনুষ্ঠিত হবে এই দুর্গাপুর উৎসব। রবিবার বিকেলে দুর্গাপুর উৎসবের খুঁটিপূজো করে দুর্গাপুর উৎসবের সূচনা হয়। আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক,গ্রামোন্নয়ন পঞ্চায়েত এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী নারকেল ফাটিয়ে দুর্গাপুর উৎসবের সূচনা করেন। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সহসভাপতি কবি দত্ত সহ দুর্গাপুরের সর্বস্তরের বিশিষ্ট মানুষেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্ত্রী মলয় ঘটক বলেন একদিন দুর্গাপুর উৎসব দুর্গাপুরের অন্যতম উৎসবে পরিণত হবে। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন দুর্গাপুরের মানুষের চাহিদা ছিল এই দুর্গাপুর উৎসব। সমাজের সর্ব স্তরের মানুষ এই দুর্গাপুর উৎসবে অংশ নেবেন। দুর্গাপুর উৎসবে সংস্কৃতি শিল্প কৃষ্টি যেমন তুলে ধরা হবে তেমনি দুর্গাপুর উৎসবে প্রতিদিন থাকবে মুম্বাই কলকাতার নামিদামি শিল্পীদের গানের অনুষ্ঠান। সঙ্গীত পরিচালক গায়ক জিৎ গাঙ্গুলি মনালি ঠাকুররা আসর মাতাবেন। মঞ্চস্থ হবে নাটক। থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই দুর্গাপুর উৎসব কে কেন্দ্র করে দুর্গাপুরে শীত মরসূমে উৎসবের আমেজ।