ছট পূজোর ব্রতীদের সোনার গহনা সহ মূলবান সামগ্রী চুরি পুকুরঘাটে , অভিযোগ, চাঞ্চল্য পানাগড়ে

 

 

সোমবার,২০শে নভেম্বর ২০২৩

সুজিত ভট্টাচার্য,পানাগড়, নিউজ বাংলা ডিজিটাল : প্রতি বছরের মত এবছর সূর্য উদয়ের সময় সূর্য দেবতা কে পুজো দিয়ে শেষ হয় ছট পুজো।সোমবার ভোর থেকে হাজার হাজার হিন্দিভাষী মানুষরা পানাগড় রেল স্টেশন সংলগ্ন রেল পুকুরে ছট পুজো করেন।প্রতি বছরের মত এবছরও সোমবার ভোর থেকে পানাগড় বাজারের স্টেশন রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।পুকুরের চার পাশে মোতায়েন ছিলো কাঁকসা থানার পুলিশ ও রেল পুলিশের কর্মীরা। গোটা ছট ঘাটের চার পাশে লাগানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা।স্টেশন সংলগ্ন রেল গেটে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তাই সেখানেও মোতায়েন ছিলো রেল পুলিশের কর্মীরা। সকাল থেকেই পুকুর ঘাটে মোতায়েন ছিলেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল সহ কাঁকসা থানার পুলিশ কর্মীরা।এদিন সকাল প্রায় ৮টা নাগাদ শেষ হয় ছট পুজো।পুজো শেষে ভক্তরা প্রাসাদের ডালা নিয়ে বাড়ির উদ্যেশ্যে রওনা দেন। ভক্তরা জানিয়েছেন প্রতি বছরের মত এবছরও মহা ধুমধামে পুজো হয়।এটাই তাদের শ্রেষ্ঠ পুজো।মূলত সূর্য অস্তের সময় পুজো দিয়ে পরের দিন সূর্য উদয়ের সময় পুজোর পর তাদের পুজো শেষ হয়।বাকি পুজো হয় বাড়িতে।পানাগড়ে শুধু হিন্দিভাষী মানুষেরা নয় সব ধর্মের মানুষেরাও এই পুজোয় অংশ নেয়। এদিন পুজো শেষে বাড়ি ফেরার সময় অনেক মহিলা লক্ষ করেন তাদের শরীর থেকে মূল্যবান গহনা চুরি গেছে।অনেকেই বাড়ি ফিরে দেখেন তাদের মূল্যবান সামগ্রী চুরি গেছে।বিষয়টি টাকা পুলিশ ও ছট পুজো কমিটিকে জানালেও কোনো সাহায্য মেলেনি বলে অভিযোগ।

error: Content is protected !!