কাঁকসায় সুষ্ঠুভাবে দূর্গাপূজো সম্পন্ন হয়েছে তাই পুলিশ কর্মীদের ফুলের তোড়া দিয়ে সম্মান

 

 

সোমবার,৬ই নভেম্বর ২০২৩

ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল : কাঁকসা ব্লকে এবছর সুষ্ঠ ভাবে দুর্গা পুজো সম্পন্ন হওয়ার জন্য কাঁকসা থানার পুলিশকে ফুলের তোড়া দিয়ে ধন্যবাদ জানালেন কাঁকসার  হাটতলা মহিলা পরিচালিত আন্তরিক মহিলা দুর্গাপুজো কমিটির মহিলারা। সোমবার সন্ধ্যায় কাঁকসা থানায় এসে পুলিশ কর্মীদের সম্মান জানান আন্তরিক মহিলা পূজো কমিটির সদস্যরা। কাঁকসা থানায় কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল,কাঁকসা থানার আইসি পার্থ ঘোষ,কাঁকসার দুই পুলিশ অফিসার মিহির দে ,বিমল পাত্র ও কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অমর দাস কে উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া ও উপহার দিয়ে ধন্যবাদ জানান পুজো কমিটির মহিলারা।পুজো কমিটির সম্পাদিকা বৈশাখী বন্দোপাধ্যায় জানিয়েছেন এবছর কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছিলেন।যাতে দুর্গাপুজোর কয়েকটা দিন কোথাও কোনো গন্ডগোল বা দুর্ঘটনা না ঘটে।এবং এলাকার মানুষ যাতে সুষ্ঠ ভাবে দুর্গাপুজো সম্পন্ন করতে পারে ও আনন্দে মেতে উঠতে পারে।কাঁকসা থানার পুলিশের সেই পরিশ্রম সফল হয়েছে এবং পুজোর ওই কয়েকটা দিন এলাকায় যেমন শান্তি শৃঙ্খলা বজায় ছিলো তেমনই কোথাও কোনো দুর্ঘটনা ঘটেও নি।তাই কাঁকসা থানার পুলিশকে তারা ধন্যবাদ জানিয়েছেন।কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল জানান পুজো কমিটির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানতে আসেন মহিলা পুজো কমিটির সদস্যরা। তিনি বলেন পূজোতে আমাদের ছুটি বন্ধ থাকে। পুলিশ কর্মীরা মানুষের কল্যাণে পূজোর কয়দিন বাড়ির প্রিয় মানুষদের ভুলে আত্মীয় স্বজন সবাই কে‌ছেড়ে পূজোতে অক্লান্ত পরিশ্রম করে। শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষা করতে রাস্তায় নেমে কাজ করি আমরা। এবছর শান্তি শৃঙ্খলা বজায় থাকলো এবং সবাই ভালোভাবে পূজো কাটালেন এটাই আমাদের বড় পাওয়া। তিনি বলেন শুধু কাঁকসা থানার অফিসার বা পুলিশ কর্মীরা নয়   প্রতিটি পুলিশ কর্মী পুজোর কটা দিন তাদের কর্তব্য পালন করেছিলেন বলে সুষ্ঠ ভাবে পূজোটা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।

error: Content is protected !!