অন্ডালে মতিবাজারে কংক্রিটের ছাদ সিঁধ কেটে চুরির ঘটনা

বুধবার,২৫ শে অক্টোবর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল,অন্ডাল :-সিঁধ কেটে চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো অন্ডাল থানার বন বহাল ফাঁড়ির অন্তর্গত বহুলা মতি বাজার এলাকায়। রানীগঞ্জের বাসিন্দা প্রদীপ বার্নওয়াল দীর্ঘদিন বহুলা মতি বাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দোকান করেন । প্রদীপ বাবু প্রত্যেক দিনের মতো গতকালও দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন। গতকাল অর্থাৎ মঙ্গলবার খনি অঞ্চলের দুর্গা নিরঞ্জনের ব্যস্ত ছিল আপামর জনতা । ঠিক এই সুযোগকে কাজে লাগিয়েই কংক্রিটের ছাদ ফুটো করে দোকান থেকে প্রায় ২৫ হাজার টাকার নগদ নিয়ে চম্পট দিয়েছে চোরের দল বলে দাবি প্রদীপ বাবুর। এর আগে খনি অঞ্চলে বহু চুরির ঘটনা ঘটেছে। কোথাও তালা বন্ধ ঘরে চুরি,আবার কোথাও দেওয়াল কেটে চুরির ঘটনা ওর সামনে এসেছে। তবে এভাবে কংক্রিটের ছাদ ফুটো করে চুরির ঘটনা মনে হয় এটাই প্রথম। ঘটনাস্থলে পৌঁছায় বনবহাল ফাঁড়ির পুলিশ।

 

ঘটনা প্রসঙ্গে দোকান মালিক প্রদীপ বার্নওয়াল জানান, প্রত্যেক দিনের মতোই আজ সকালে তিনি দোকান খুলে দেখেন দোকানের কংক্রিটের ছাদ ফুটো, ক্যাশে থাকা আনুমানিক ২০ থেকে ২৫০০০ টাকা গায়েব। তবে দোকানের অন্যান্য সামগ্রী চুরি সেভাবে হয়নি যা হয়েছে তা শুধুমাত্র এই নগদ অর্থ। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার ব্যবসায়ী মহল। এর আগে খনি অঞ্চলের মানুষ কংক্রিটের ছাদ ফুটো করে চুরির ঘটনা দেখেনি। যেভাবে কংক্রিটের ছাদ ফুটো করে চুরির ঘটনা ঘটেছে তাতে দোকান বন্ধ করে বাড়িতে থাকা কতটা নিরাপদ সেটাই নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করছে বনবাহাল ফাড়ির পুলিশ।

error: Content is protected !!