চুরি করতে এসে বিপত্তি,স্থানীয়দের তাড়া খেয়ে পরিত্যক্ত খনিতে ঝাঁপ চোরের 

 

বুধবার,১১ই অক্টোবর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : চুরি করতে এসে ঘটলো বিপত্তি , জনতার হাত থেকে বাঁচতে ঝাঁপ চাণকে । বুধবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের রামনগর দু’নম্বর কোলিয়ারি এলাকায়।

 

স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরে বন্ধ হয়ে যাওয়া রামনগর দু’নম্বর কোলিয়ারিতে কেবেল চুরির ঘটনা ঘটছিল , মঙ্গলবার এই নিয়ে পাণ্ডবেশ্বর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল রামনগর দু’নম্বর কোলিয়ারির স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। বুধবার সকালে চোর চুরি করতে এলে ঘটে বিপত্তি , কেবেল চুরি করতে স্থানীয়দের তাড়া খেয়ে একজন পালাতে সক্ষম হলেও , একজন ঝাঁপ দেয় বন্ধ হওয়া পরিত্যক্ত কোলিয়ারির চাণকের ওপর ।

চাণকে পড়ে চিৎকার করতে থাকে চোর, স্থানীয়রা চোরকে উদ্ধার করার কাজ শুরু করে । এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ । পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টার পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎস্যার জন্য নিয়ে পুলিশ।

error: Content is protected !!