পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশের বৈঠক সৃজনী অডিটোরিয়ামে

সোমবার,৯ই অক্টোবর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল :  আসন্ন দূর্গোৎসব উপলক্ষে প্রতিবছরের মতো এবারও দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে সোমবার দুপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপুরের পূজো কমিটি গুলিকে সঙ্গে নিয়ে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।পূজো নির্বিঘ্নে সম্পন্ন করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে  পূজো কমিটি গুলিকে সব রকম সহায়তা করার আশ্বাস দেওয়া হয় । শান্তি শৃঙ্খলায় পূজো সম্পন্ন করতে সঙ্গে সঙ্গে বেশকিছু গাইড লাইন করে দেওয়া হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী, দুর্গাপুরের মহকুমা শাসক ডা:  সৌরভ চট্টোপাধ্যায় সহ দুর্গাপুরের ডিসিপি কুমার গৌতম দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা : ধীমান মন্ডল ‌আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত সহ বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আধিকারিক এবং দুর্গাপুরের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা,পুলিশ ও প্রশাসনের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন। এদিনের আলোচনা চক্রে পূজো কমিটি গুলিকে পূজো নির্বিঘ্নে সম্পন্ন করতে পূজোর বিভিন্ন গাইড লাইন দেন দুর্গাপুরের এসিপি তথাগত পান্ডে। কিভাবে ক্রাইম মুক্ত পূজো উৎযাপন করা যাবে তার পরামর্শ দেন এসিপি তথাগত পান্ডে।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী ও পূজো কমিটি গুলিকে নিয়ম মেনে পূজো সম্পন্ন করার আবেদন করেন।এদিন প্রশ্ন উত্তর পর্বে বিধান নগরের বাসিন্দা এক পূজো কমিটি মহিলা উদ্যোক্তা অভিযোগ করেন পূজোর মুখে বিধান নগরের রাস্তা ঘাটের অবস্থা শোচনীয় বেহালদশা ,হাডকো মোড় থেকে সেক্টর টুসি পর্যন্ত বিশাল এই রাস্তা টি শোচনীয় ভাবে ভেঙ্গে পড়েছে। পূজোর মুখে যদি রাস্তাটি সংস্কার করা সম্ভব হয় তবে আগত দর্শনার্থীরা সুস্থভাবে পূজো দর্শন করতে পারবেন। মঞ্চে উপবিষ্ট দুর্গাপুর পুরসভার সেক্রেটারি বলেন যতটা দ্রুত সম্ভব রাস্তা সংস্কার করে দেওয়া হবে। এইভাবে বিভিন্ন পূজো কমিটি গুলির প্রতিনিধিরা তাদের বিভিন্ন প্রশ্ন এই‌বৈঠক তুলে ধরেন।এদিন দুর্গাপুরের দুই পূজো কমিটি গুলিকে ৭০ হাজার টাকার ডামি চেক তুলে দেওয়া হয় গতবারের দু ই ক্লাব মার্কনি দক্ষিণ পল্লী সার্বজনীন পুজো কমিটি এবং চতুরঙ্গ সার্বজনীন পুজো কমিটি দুই ক্লাব কে।এই বৈঠকে দুর্গাপুরের  এসিপি তথাগত পান্ডে  তার অভিজ্ঞতা কে সম্বল করে সমগ্র আলোচনা চক্র টি এগিয়ে নিয়ে যান। এদিনের আলোচনা চক্রে সঞ্চালনা করেন সঞ্চালক রাজ শেখর মুখার্জি।

error: Content is protected !!