বুধবার,৪ই অক্টোবর ২০২৩
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : গত কয়েক দিন বিহার ঝাড়খন্ড সহ পশ্চিম বঙ্গে প্রবল বর্ষণের ফলে দুর্গাপুর ব্যারেজের পাঞ্চেত সহ বিভিন্ন ড্যামে জলস্তর বৃদ্ধি পায়। জলের চাপ কমাতে গত কয়েক দিন ধরে ধাপে ধাপে প্রচুর জল ছাড়া ড্যাম গুলি থেকে।ফলে দুর্গাপুরের দামোদর নদ থেকেও প্রচুর জল ছাড়া হয়। বুধবার ও জল ছাড়া অব্যাহত রয়েছে দামোদর নদ ব্যারেজ থেকে।ফলে নিম্ন দামোদর সহ পূর্ব বর্ধমান হাওড়া হুগলির বিভিন্ন বিস্তৃন এলাকায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। দুর্গাপুরের দামোদর পার্শ্ববর্তী এলাকায় জলস্তর বাড়ছে। প্রশাসন থেকে কড়া নজরদারি শুরু হয়েছে দামোদর পার্শ্ববর্তী এলাকা গুলিতে।