দুর্গাপুরের স্টিল টাউন শিপের কনিষ্ক রোডে হঠাৎ বিশাল ধস এলাকায় আতঙ্ক

 

 

 

বৃহস্পতিবার,২৮ শে সেপ্টেম্বর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল :  খনি এলাকার ধ্বসের ঘটনা হামেশায় খবরের শিরোনামে উঠে আসে। কিন্তু খোদ শহর শিল্পাঞ্চল দুর্গাপুরের স্টিল টাউন শিপে এবার  ধস, আকস্মিক এই ঘটনায় আতঙ্কিত গোটা শহর শিল্পাঞ্চল । বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের ইস্পাত নগরীর এ জোনে কনিষ্ক মোড়ের রোটারির সামনে আচমকায় রাস্তা জুড়ে বিশাল ধসের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। এই রাস্তাটি দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিক এবং কর্মীদের মূল যাতাযাতের রাস্তা।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ কর্মীরা। সঙ্গে সঙ্গে ছুটে আসেন দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক আধিকারিকরা । দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি ও খবর পেয়ে ছুটে যান ঘটনা স্থলে। ঠিক কি করে ধস তৈরী হল এখনো বোঝা যাচ্ছে না। সকাল থেকে ছোট হতে হতে এখন রাস্তার ধসটা বড় আঁকার ধারণ করেছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। তবে দুর্গাপুর শহর এইধরনের ধসের ঘটনা বিগত দিনে কোনদিন দেখেনি বলেই দাবি অনেকের। স্থানীয়দের  দাবি অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণেই ধসের ঘটনা ঘটেছে, আবার অপরদিকে কিছু জনের দাবি রাস্তার নিচে পাইপ লাইনের কাজ চলায় এই ফাটল থেকে রাস্তা বসে যাওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু শিল্পাঞ্চলের পাশেই কয়লাঞ্চল, যেখানে মাটির তলায় কয়লা উত্তোলনের ফলে প্রায়শয় ধসের ঘটনা ঘটে থাকে। ঠিক সেই ধরনের এহেন ধসের ঘটনায় রীতিমত শহর শিল্পাঞ্চল ধরে এখন আতঙ্কের ছায়া।

error: Content is protected !!