হংকং এ দুর্গাপুরের সীমা জিতলেন ছয়টি স্বর্ন পদক একটি ব্রোঞ্জ

 ব্যুরো নিউজ: বৃহস্পতিবার ফের চারটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে চারটি স্বর্ন পদক জয় করলেন দুর্গাপুরের মহিলা পাওয়ার লিফটার সীমা দত্ত চট্টোপাধ্যায়। হংকং এ অনুষ্ঠিত এশিয়ান পেসিফিক আফ্রিকান কম্বাইন্ড ইকুইপড এন্ড ক্লাসিক বেঞ্চ প্রেস প্রতিযোগিতায় মোট ছয় টি স্বর্ন পদক ও একটি ব্রোঞ্জ পদক মোট সাতটি পদক জয় করে সারা দেশ রাজ্যের সঙ্গে সঙ্গে দুর্গাপুরের মুখ ফের উজ্জ্বল করলেন দুর্গাপুরের মহিলা পাওয়ার লিফটার সীমা দত্ত চট্টোপাধ্যায় ।

২৪ থেকে ৩৯ শে জুন , হংকং এ অনুষ্ঠিত এশিয়ান পেসিফিক আফ্রিকান কম্বাইন্ড ইকুইপড এন্ড ক্লাসিক পাওয়ার লিফটিং বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ ২০২৩ প্রতিযোগিতায় মঙ্গলবার ৬৯ কেজির দুটি বিভাগে পদক প্রাপ্তি হয় সীমার। ১৮ টি দেশ অংশ গ্রহণ করে এই প্রতিযোগিতায়। সীমার ভারতের থেকে প্রতিনিধিত্ব করেন। মঙ্গলবারে সীমা তার ইভেন্ট এ একটি তে স্বর্ন পদক অপরটিতে ব্রোঞ্জ পদক জয় করেন সীমা সঙ্গে সঙ্গে শক্তিশালী মহিলা পাওয়ার লিফটার এর খেতাব জিতে নেন সীমা। গতকাল ২৮শে জুন সীমা তার ইভেন্ট এ প্রথম স্থান অর্জন করে স্বর্ন পদক জয় করেন এবং আজ ২৯ শে জুন সীমার শেষ ইভেন্ট এ সীমা পাওয়ার লিফটিং স্কোয়াট এ একটি স্বর্ন পদক, বেঞ্চ প্রেস এ একটি স্বর্ন পদক এবং ডেড লিফ্ট এ একটি স্বর্ন পদক এবং ওভার অল একটি স্বর্ন পদক জয় করেন। অর্থাৎ বৃহস্পতিবার একদিনেই সীমা চারটি স্বর্ন পদক জয় করেন। সীমার এই সাফল্যে খুশি সীমার ভক্তরা।উল্লেখ্য গত মাসে দক্ষিণ আফ্রিকার সানসিটিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড বেঞ্চপ্রেস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সীমা দুটি ব্রোঞ্জ পদক জয় করেন । এর আগে ও আন্তর্জাতিক, দেশীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতার স্বর্ন পদক,রোপ্য এবং ব্রোঞ্জ পদক জয় করেন।

error: Content is protected !!