ডিএসপি স্টিল টাউন শিপে উইন্ডো এসি খুলে আবাসনে দুঃসাহসিক চুরি‌

সোমবার ,৪ঠা সেপ্টেম্বর ২০২৩

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : কয়েকদিন আগে সিটি সেন্টারে মামড়ার এক ব্যবসায়ীর এক লাখ টাকা ছিনতাই হয়।বাইক চালিয়ে মাথায় হেলমেট পরে দুষ্কৃতিরা ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। এরপরেই দুর্গাপুর স্টেশন বাজারের ছাদের গ্রিল কেটে এক কাপড়ের দোকানে চার লাখ টাকা ক্যাশ বাক্স থেকে চুরি করে দুষ্কৃতিরা। দুটি ঘটনার দুষ্কৃতিরা এখনো অধরা। পুলিশ তাদের ধরতে জোর তল্লাশি চালাচ্ছে। এরমধ্যে রবিবার ফের এই শহরে আরেক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। এবার বাড়ির  উইন্ডো এসি খুলে দুর্গাপুরের স্টিল টাউন শিপের এক আবাসনে রবিবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো।বাড়ির কর্ত্রীর দাবি চুরি গেছে প্রায় ১০ লক্ষ টাকার সোনার গহনা। এই ঘটনায় সোমবার সকালে স্টিল টাউন শিপের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে দুর্গাপুর থানার পুলিশ। জানা গেছে স্টিল টাউন শিপের আকবর রোডের এক  আবাসনের  পরিবারের লোকজন রবিবার রাতে বাজার করতে বের হয়। সেই সুযোগে দুষ্কৃতিরা ও আবাসনের উইন্ডো এসি খুলে বাড়ির ভেতরে ঢোকে। তারপর  আলমারি থেকে সোনার অলংকার নিয়ে চম্পট দেয়। বাড়ির কর্ত্রী প্রতিভা মঞ্জুরী মাহাতো বলেন বাজার করে তারা বাড়ি ফিরেই দেখেন তাদের  আলমারি ভাঙা এবং সোনার অলংকার সব উধাও। এরপরেই  দুর্গাপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সবদিক খতিয়ে দেখে ঘটনার  তদন্ত শুরু করেছে। কয়েকদিন পর দূর্গোৎসব। বাঙালির ঘরে ঘরে কেনাকাটা শুরু করেছে। পুলিশ আইন শৃঙ্খলা নিয়ে এমনিতেই ব্যস্ত। তার উপরে দুর্গাপুরের চারদিকে প্রতিদিন চুরির ঘটনা ঘটায় পুলিশের কপালে ভাঁজ।

error: Content is protected !!