চন্দ্রযান থ্রীর সফল অবতরণের জন্য দুর্গাপুরে মহা যজ্ঞের আয়োজন

বুধবার,২৩ শে আগস্ট ২০২৩

ব্যুরো নিউজ :  চন্দ্রযান থ্রীর সফল অবতরণের কামনায় বুধবার সকালে দুর্গাপুরে মহাযজ্ঞ করা হলো। জাতীয় পতাকাকে সামনে রেখে বিজেপি কর্মীরা এই মহা যজ্ঞের আয়োজন করে দুর্গাপুরের বিজোনের ভারতী কালী মন্দিরে। বিজেপি নেতা পারিযাত গাঙ্গুলি নেতৃত্বে চন্দ্রযান থ্রীর সফল অবতরণের কামনায়  বুধবার সকালে বিজোন কালী মন্দিরে মহা যজ্ঞের আয়োজন করা হয়। শুদ্ধ বস্ত্র পরে বিজেপি নেতা পারিযাত গাঙ্গুলি যজ্ঞকুন্ডে চন্দ্রযান থ্রীর সফল অবতরণের কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঘৃতাহুতি দেন। দুর্গাপুরের পশ্চিম বিধান সভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ুই সহ বিজেপি কর্মীরা এই মহাযজ্ঞে উপস্থিত ছিলেন। বিধায়ক লক্ষন ঘড়ুই বলেন  আজ সারাদেশ রাজনৈতিক রঙ সরিয়ে দেশের জন্য চন্দ্রযান থ্রীর সফল অবতরণের জন্য প্রার্থনা করছে। আমরাও চন্দ্রযান থ্রীর সফল অবতরণের জন্য প্রার্থনা করলাম। বিজেপি নেতা পারিযাত গাঙ্গুলি বলেন প্রধানমন্ত্রী বলেছেন হারের পরেই জিত আসে।এর আগে চন্দ্রযান টু সফল উৎক্ষেপণ হয়নি। প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের উৎসাহ দিয়ে ফের চন্দ্রযান থ্রীর উৎক্ষেপণের উৎসাহ দেন। আজ চন্দ্রযান থ্রীর অবতরণের দিন।তাই আমরা বিজেপি কর্মীরা সারাদেশের সঙ্গে সঙ্গে এই রাজ্য দুর্গাপুরেও চন্দ্রযান থ্রীর সফল অবতরণের জন্য প্রার্থনা করলাম কালীবাড়িতে। উৎক্ষেপণের আগেও বিজ্ঞানীরা ত্রিপতি মন্দিরে পূজো দিয়ে চন্দ্রযানের সূচনা করেন এবং উৎক্ষেপন করেন।পারিযাত গাঙ্গুলি বলেন আমাদের হিন্দু শাস্ত্র বিজ্ঞান ভিত্তিক। বিজ্ঞান ও হিন্দু শাস্ত্র ওতপ্রোতভাবে জড়িত। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা দেশ আজ চন্দ্রযান থ্রীর সফল অবতরণের জন্য প্রার্থনা করছে ঈশ্বরের কাছে। আমরা বিজেপিরাও  তাই দেশের স্বার্থে দেশের মঙ্গল কামনায় চন্দ্রযান থ্রীর সফল অবতরণের জন্য মহা যজ্ঞের আয়োজন করেছিলাম।পারিযাত বলেন শাস্ত্রীয় নিয়ম বিধি মেনে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যাতে আজ বিকেলে চন্দ্রযান থ্রীর সফল অবতরণ হয়। দেশের মুখ উজ্জ্বল হয় বিশ্বের দরবারে। উল্লেখ্য গত একমাস তেরোদিন পর বিকেল ৫টা৪৫ মিনিটে ভারতের চন্দ্রযান থ্রী চাঁদের দক্ষিন মেরুতে অবতরণ করতে চলছে।গত  ১৪ জুলাই ভারতের ইসরো থেকে চন্দ্রযান থ্রী উৎপেক্ষন করা হয়।গত ৫ ই আগস্ট চন্দ্রযান থ্রী চাঁদের কক্ষ থেকে প্রবেশ করে।আজ ঠিক বিকেল ৫টা ৪৫ মিনিটে চন্দ্রযান থ্রীর অবতরণ হবার কথা। সব ঠিকঠাক থাকলে ভারতীয় সময় বিকাল ৫ টা ৪৫ মিনিটে ভারতের নিজেদের প্রযুক্তিতে তৈরি চন্দ্রযান থ্রী চাঁদের মাটিতে পা রেখে আন্তর্জাতিক দুনিয়ার ইতিহাস তৈরি করবে।আর এই ঘটনার সাক্ষী থাকবে গোটা দেশ। সরাসরি ইসরো থেকে সম্প্রচার করা হবে চন্দ্রযান থ্রীর অবতরণের দৃশ্য।এই নিয়ে সারা দেশের সঙ্গে সারা বিশ্ব আজ চরম কৌতুহলী। সারা দেশে ধর্মপ্রাণ মানুষ চন্দ্রযান থ্রীর সফল অবতরণের জন্য প্রার্থনা করছেন। দুর্গাপুর ও চন্দ্রযান থ্রীর সফল অবতরণের জন্য প্রার্থনা করে মহাযজ্ঞের আয়োজন করে।

error: Content is protected !!