কয়লা কারবারী উৎপল রায় অস্ত্র আইনে গ্রেফতার

 

 

মঙ্গলবার ,২২শে আগস্ট ২০২৩

ব্যুরো নিউজ : আগ্নেয়াস্ত্র সহ দুর্গাপুরের মেনগট থেকে গ্রেপ্তার হলো কুখ্যাত কয়লা মাফিয়া উৎপল ওরফে গণেশ রায়। উৎপল রায় দুর্গাপুরের বেনাচিতির বাসিন্দা।উৎপল রায় কয়লা মাফিয়া রাজু ঝার ছায়াসঙ্গী ছিলেন।রাজু ঝার সঙ্গে সঙ্গে এই উৎপল রায় ও একসময় বিজেপির কেন্দ্রীয় নেতাদের হাত ধরেই বিজেপিতে যোগদান করেছিলেন । পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাতে দুর্গাপুরের মেনগেট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও দু রাউন্ড কার্তুজ সহ তাকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ অস্ত্র আইনে তার বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা রুজু করেছে বলে জানা গেছে।উৎপল রায়ের গ্রেপ্তারের খবরে  শহর শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। একাধিক কয়লা সংক্রান্ত মামলা রয়েছে ধৃতের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উৎপল রায় কে দুর্গাপুর থানার পুলিশ  দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করায়। পুলিশ আদালতের নির্দেশে পেলে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় কয়লা কারবারী উৎপল রায় কে। আদালতে নিয়ে যাবার সময় তার গ্রেপ্তার নিয়ে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করলে উৎপল রায় মৌনতা অবলম্বন করেন।

error: Content is protected !!