বিনা হেলমেটে জাতীয় পতাকা হাতে বাইক মিছিল পানাগড়ে

 

 

বৃহস্পতিবার,১৭ ই আগস্ট ২০২৩

ব্যুরো নিউজ : ডিসপোজাল মোটর পার্টস এন্ড স্ক্র্যাপ ডিলার্স এসোসিয়েশন এর উদ্যোগে বৃহস্পতিবার বিকালে পানাগড় বাজারে জাতীয় পতাকা নিয়ে বাইক মিছিলের আয়োজন করা হয়।

এদিন বিকাল ৫টায় পানাগড়ের গ্রামবাংলা হোটেলের সামনে থেকে শুরু হয় মিছিল ।

পুরাতন জাতীয় সড়ক ধরে পানাগড়ের দার্জিলিং মোড় ঘুরে সন্ধ্যা নাগাদ মিছিল শেষ হয় রনডিহা মোড়ের কাছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি বাইক মিছিল করার উদ্যোগ নিয়েছিলেন কিন্তু তারা ১৫ই আগস্ট সবাই ব্যস্ত ছিলেন সেই কারণে ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তারা জাতীয় পতাকা নিয়ে বৃহস্পতিবার মিছিল করেন। তারা দাবি করেছেন প্রায় ৬০০ মানুষ এদিন মিছিলে বাইক নিয়ে সামিল হয়েছিলেন।

প্রশ্ন উঠেছে যেখানে প্রশাসন বাইক চালানোর সময় মাথায় হেলমেট পড়ার কথা বলে নানান ভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্যানার পোস্টার লাগায়,প্রচার করে। সেখানে নিয়ম না মেনে কেনো এই ধরণের মিছিল প্রশাসন অনুমতি দেয়।

এদিন মিছিলে দেখা গেছে কোনো বাইক আরোহীর মাথায় ছিলো না কোনো হেলমেট।

এমনকি অধিকাংশ বাইকে ৩জন করে আরোহীকে বসে বাইক চালাতে দেখা যায়।

যার কারণে ট্রাফিক আইনকে বা প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এদিন বাইক মিছিল করা হয় বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে।

যদিও অভিযোগ স্বীকার করেছেন উদ্যোক্তারা।

তারা জানিয়েছেন সকলকে হেলমেট পড়ার কথা বলা হলেও দেখা যায় হেলমেট ছাড়াই বেশিরভাগ মানুষ বাইক মিছিলে যোগ দিয়েছিলেন।

error: Content is protected !!