দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিং হোমে আসানসোল পুরসভার ৪২ নং ওয়ার্ডের এক যুবকের মৃত্যু হলো। জানা গেছে আসানসোলের রাঙানিয়া পাড়ার বাসিন্দা মৃত যুবক।যুবকের পরিবারের দাবি ওই নার্সিং হোম কর্তৃপক্ষ জানিয়েছিল ওই যুবক ডেঙ্গুতে আক্রান্ত। মৃত যুবকের নাম অভিনাশ সাউ (২১)। অবিনাশ আসানসোল বিবি কলেজের গ্রাজুয়েশেনের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। অবিনাশের বাবা একজন সবজি বিক্রেতা। অবিনাশের বাবার দাবি মঙ্গলবার রাতে অবিনাশের হঠাৎই জ্বর আসে। এরপর বুধবার দুপুরে জ্বর বাড়লে পরিবারের লোকেরা অবিনাশকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। অবিনাশকে তড়িঘড়ি ভর্তি করে নেওয়া হয়। আসানসোল জেলা হাসপাতালে সেখানে অবিনাশকে দুই থেকে তিন ঘন্টা চিকিৎসা করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি ঘটায় আসানসোল জেলা হাসপাতাল থেকে রোগীকে রেফার করে দেওয়া হয়। এরপর অবিনাশকে নিয়ে তার পরিবারের লোকেরা দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিং হোমে এনে ভর্তি করে। ভর্তির সময় ই নার্সিং হোম কর্তৃপক্ষ জানায় অবিনাশের ডেঙ্গু হয়েছে এবং তার অবস্থা শোচনীয়। বৃহস্পতিবার সকালে জানা যায় অবিনাশের মৃত্যু হয়েছে। ডেথ সার্টিফিকেটেও অবিনাশের মৃত্যুর কারন ডেঙ্গু ও উল্লেখ করা হয়েছে।এই ঘটনায় আসানসোল জেলা হাসপাতালে অবিনাশের চিকিৎসা না করার অভিযোগ ওঠে। অবিনাশের পরিবারের অভিযোগ আসানসোল জেলা হাসপাতালে সঠিক সময়ে যদি ধরা যেত যে তার ডেঙ্গু হয়েছে তাহলে অকালে অবিনাশের মৃত্যু হতো না। এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য আধিকারিক সেখ মহম্মদ ইউনুস বলেন আমি শুনেছি ঘটনা টি। তবে কেন জেলা হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি সঠিক সময়ে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক কোনরকমে উত্তর দিয়ে কার্যত এড়িয়ে যাবার চেষ্টা করেন।