ব্যুরো নিউজ : ডিএসপির উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে ফের বিক্ষোভ প্রদর্শন হলো ডিএসপির টিএ বিল্ডিংএ। দুর্গাপুরের ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দুর্গাপুর ইস্পাতের উচ্ছেদ নোটিসের বিরুদ্ধে ইস্পাত কারখানার প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখায়। ডিএসপি কর্তৃপক্ষ ৩৪ নং ওয়ার্ডে ২২০০ টি পরিবার কে উচ্ছেদ নোটিশ দেয়।এর প্রতিবাদে এদিন কয়েক হাজার মানুষের জমায়েত হয় প্রশাসনিক ভবনের সামনে। ৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা রবিন্দার রাম ও ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরো পিতা ধর্মেন্দ্র যাদবের নেতৃত্বে এদিন কয়েক হাজার মানুষ মিছিল করে এসে প্রশাসনিক ভবন ঘেরাও করে।
ঘটনাস্থলে উপস্থিত ছিল দূর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও দুর্গাপুর ইস্পাতের সিআইএসএফ বাহিনী। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙ্গে প্রশাসনিক ভবনে ঢোকার চেষ্টা করে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা যায় প্রশাসনিক ভবনের সামনে। তীব্র গরমে দু-একজন অসুস্থ হয়ে পড়ে। এরপর আরো উত্তেজিত হয়ে পড়ে বিক্ষোভকারীরা। প্রাক্তন পুরপিতা তথা দুর্গাপুর পুরসভার প্রশাসক ধর্মেন্দ্র যাদব বলেন সঠিক প্যাকেজ না দিলে কোনভাবেই উচ্ছেদ অভিযান চালাতে দেবো না আমরা।