মামলার ভয়ে অবশেষে প্রচেষ্টা ক্লাব টিকে ক্লাব সদস্যরা নিজেরাই ভেঙ্গে ফেললো

১০ই আগস্ট, বৃহস্পতিবার ২০২৩

 ব্যুরো নিউজ : অবশেষে মামলার জাল থেকে বাঁচতে নিজেরাই নিজেদের হাতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে অবৈধ ভাবেগড়ে তোলা  ক্লাবকে ভেঙ্গে ফেললো দুর্গাপুরের সিটি সেন্টারের প্রচেষ্টা ক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার ঝিরঝির বৃষ্টি মাথায় করেই ক্লাবটিকে ভেঙ্গে ফেলে প্রচেষ্টর ক্লাব সদস্যরা। অবশ্যই বিষাদ ঢাকতে ডিজে চালিয়ে নাচতে নাচতে বিষাদকে আনন্দের বহিঃপ্রকাশ করে প্রচেষ্টা ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা। এডিডিএ সূত্রে জানা গেছে প্রচেষ্টা ক্লাবের কর্মকর্তারা  ক্লাব সদস্যরা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়কে মামলা থেকে বাঁচাতে অনুনয় বিনয় করে কার্যত মুচলেকা দিয়ে আসে এডিডিএ তে গিয়ে।  তাপস বন্দোপাধ্যায়ের নির্দেশে গত ২৪ ঘন্টার মধ্যে প্রচেষ্টা ক্লাব কে নিজেরাই গুড়িয়ে ফেলে মাটির সঙ্গে।এই‌ দৃশ্য তারিয়ে তারিয়ে দেখে পথচলতি মানুষ। এইভাবেই বৃহস্পতিবার চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়ের নেতৃত্বে এডিডিএ ফের আইনের শাসন প্রতিষ্ঠা করেন বিদিশা এলাকায়। মঙ্গলবার এই বিদিশা এলাকায় এডিডিএ তার জমিতে জবরদখল দার দোকান এবং সামাজিক সংগঠনের মোড়কে থাকা প্রচেষ্টা ক্লাব ভেঙ্গে ফেলে উচ্ছেদ অভিযান ত্বরান্বিত করতে গেলে বুলডোজার থামিয়ে দেয় স্থানীয় অবৈধ দোকানদাররা এবং প্রচেষ্টা ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা ।পুলিশের সামনেই চোখ পাকিয়ে এডিডিএর আধিকারিকদের রে রে করে তেড়ে মারতে যায়। এদিন যেসব দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলে দেওয়া হয় সেইসব অবৈধ দোকানদারদের উস্কানি দিয়ে এডিডিএর আধিকারিকদের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে ক্ষেপিয়ে তোলা হয়।চরম বিশৃংখলা সৃষ্টি করা হয় বিদিশা এলাকায়।জনরোষের শিকার হয়ে শেষমেষ উচ্ছেদ অভিযান মাঝপথে থামিয়ে দিয়ে প্রানে বাঁচতে কোন রকমে পুলিশের ঘেরাটোপে পুলিশের গাড়িতে চড়ে এডিডিএ তে ফিরতে হয়। এই ঘটনায় এডিডিএর আধিকারিকদের মনোবল তলানিতে ঠেকে।এই ঘটনার কথা এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়ের কানে পৌঁছাতেই চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়  এডিডিএর আধিকারিকদের মনোবল চাঙ্গা করতে এই ঘটনায় জড়িত সকলকে চিহ্নিত করে এবং প্রচেষ্টা ক্লাবের কর্মকর্তা সদস্যদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে এডিডিএ কে সরকারের জমি উদ্ধার করতে না দেবার পিছনে  কে বা কারা মদত দিচ্ছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ও কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ।

সেইসঙ্গে সরকারের জমি উদ্ধারের জন্য পরের  দিন বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে প্রচেষ্টা ক্লাব কে ভেঙ্গে ফেলার কথা গলা চড়িয়ে ঘোষণা করেন তাপস বন্দোপাধ্যয়। এরপরেই নড়ে চড়ে বসে প্রচেষ্টা ক্লাবের কর্মকর্তা সদস্যরা। নিজেদের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়। সূত্রের খবর এরপরেই চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে দৌড়ঝাঁপ শুরু করে প্রচেষ্টা ক্লাবের কর্মকর্তা ।এডিডিএ র চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন ওদের দেরিতে হলেও বোধোদয় হয়েছে।ওরা বুঝতে পেরেছে ওরা ভুল রাস্তায় চলছে। এতে ওদের ঘোর বিপদ সন্মুখীন।তাই ওরা নিজেদের ক্লাব যখন নিজেরাই ভেঙ্গে ফেলার কথা বললো তখন আর ওদের বিরুদ্ধে মোকদ্দমা করছি না।যদিও এই বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রচেষ্টা ক্লাবের কর্মকর্তাদের।এডিডিএর  এই উচ্ছেদ অভিযান পর্বের  টানটান খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনায় নেটদুনিয়ায়  মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এডিডিএর উচ্ছেদ অভিযানে আর যাতে কোন ভবিষ্যতে বাধা না হয় তার পথ ও প্রশস্ত হলোএডিডিএ। এবং বর্তমান সময়ে সরকারের জমি উদ্ধারের বিষয়টিকে এডিডিএ কতটা গুরুত্ব দিচ্ছে সেই দৃষ্টান্ত স্থাপন করলো খোদ এডিডিএ  দাবি ওয়াকিবহাল মহলের ।সারি সারি সিটি সেন্টারের অবৈধ দোকান কে ভেঙে ফেলার পাশাপাশি এডিডিএর  প্রবল চাপে পড়ে সরকারের জমিতে প্রভাবশালীদের হাতে গড়া প্রচেষ্টা ক্লাব টিকে এডিডিএ ভাঙ্গতে বাধ্য করলো । এখানে এডিডিএর চেয়ারম্যান চোখে কালো ফেটি বেঁধে কোনরকম দ্বিচারিতা না করে  প্রভাবশালীদের অহঙ্কার চুরমার করে গুড়িয়ে দিয়ে‌  এডিডিএ আধিকারিক কর্মীদের মনোবল চাঙ্গা করলো। এতে এডিডিএর পরবর্তী উচ্ছেদ অভিযান আরো মসৃণ হবে ধারনা অনেকের।  হাতের বাইরে বেরিয়ে যাওয়া পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রনে এনে সিটি সেন্টারের বিদিশা এলাকায় এডিডিএর জমি উদ্ধারে আইনের শাসন প্রতিষ্ঠা করায় এই ঘটনার পর দুর্গাপুরের সুশীল সমাজ এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়কেই কুর্নিশ করছেন।

error: Content is protected !!