ব্যুরো নিউজ : অন্ডাল এয়ারপোর্টে সোমবার এয়ার কার্গোর সূচনা হলো।রাজ্যের বানিজ্য ও উদ্যোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা: শশী পাঁজা উদ্ধোধন করেন। অন্ডাল এয়ারপোর্টে প্রতিদিন ছয়টি বিমান যাতাযাত করে। ইন্ডিগো এবং স্পাইসজেট বিমান যাত্রী পরিষেবা দেয়। এরমধ্যে এই কার্গো পরিষেবা চালু হল।এই কার্গো টার্মিনাল বিমানবন্দরের ব্যবসাকে আরো অনেকটা ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং বিমানবন্দরের জন্য অতিরিক্ত সাফল্য বয়ে আনবে বলে আশাবাদী এয়ারপোর্ট কর্তৃপক্ষ। বেঙ্গল অ্যারোট্রোপলিস প্রজেক্টস লিমিটেডের প্রেসিডেন্ট ও সিএফও মিসেস অঞ্জু মাদেকা উপস্থিত ছিলেন এই উদ্ধোধন অনুষ্ঠানে । অঞ্জু মাদেকা বলেন, “কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের এই কার্গো টার্মিনালটি সারাদেশে বাণিজ্য তথা দ্রুত পণ্য নিয়ে আমদানি ও রপ্তানি ব্যাবস্থা কে সহজতর করে তুলবে। বছরে প্রায় ২৫,০০০ মেট্রিক টনের ওপর কার্গো পৌঁছে দেওয়া যাবে। এই টার্মিনালের মাধ্যমে অববাহিকা অঞ্চলে অন্তর্মুখী এবং বহির্মুখী কার্গো চলাচলেরও বিশাল সম্ভাবনা থাকছে। ফল,কাঁচা সব্জি,মাছ সহ দৈনন্দিন ই-কমার্স,ঔষধ,চিকিৎসার সরঞ্জাম ও যন্ত্রপাতি, নানা যন্ত্রাংশ এবং খুচরা জিনিসপত্র নিয়ে বানিজ্য করতে এই কার্গো টার্মিনালের ব্যাবহার করা হবে”। মন্ত্রী ডা শশী পাঁজা বলেন কার্গো পরিষেবা চালু হলো এর ফলে বিহার থেকে দূর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর বীরভূম সমগ্র এলাকায় ব্যবসায়ীরা এই কার্গো পরিষেবা সুফল পাবেন।