মনিপুরের ঘটনার প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের ধিক্কার মিছিল পাণ্ডবেশ্বরে

ব্যুরো নিউজ : মনিপুরের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। যেভাবে দুই মহিলার উপর মণিপুরের একটি সম্প্রদায় অত্যাচার চালিয়েছে তা সারা দেশের কাছে লজ্জার বিষয়। মনিপুরের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে ধিক্কার মিছিল করল আদিবাসী সম্প্রদায়ের দিশম আদিবাসী গাঁওতার সদস্যরা ।

 

মনিপুর , মালদা , ভুপাল ও মধ্যপ্রদেশে বারবার আদিবাসী মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে । বর্বোরোচিত ঘটনার প্রতিবাদের তার বিরুদ্ধে  পাণ্ডবেশ্বরে গাইঘাটা মোড় থেকে  আদিবাসী সম্প্রদায়ের দিশম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল করা হয় । ধিক্কার মিছিলে পা মিলিয়ে ছিলেন আদিবাসী সম্প্রদায়ের কয়েকশো মানুষজন। কড়া পুলিশি প্রহরায় মিছিলটি পাণ্ডবেশ্বরে গাইঘাটা মোড় থেকে চিচুরিয়া মোড় পর্যন্ত পরিক্রমা করে ।

আদিবাসী মহিলাদের উপর যে অত্যাচার চলছে তা অবিলম্বে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে তা না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয় দিশম আদিবাসী গাঁওতার সদস্যরা।

error: Content is protected !!