ব্যুরো নিউজ : ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে দুর্গাপুরে।জেলা স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে প্রায় ৫০ জন ডেঙ্গু আক্রান্ত । তারমধ্যে বেশিরভাগ ই পলাশ ডিহাতে রয়েছে।
ডেঙ্গু প্রতিরোধের জন্য দুর্গাপুর পুরসভা বুধবার পলাশডিয়া এলাকায় মশারি বিতরণ করে।। সেইসঙ্গে এপলাশডিহার নালা নর্দমা, জঙ্গল নিয়মিত পরিষ্কারের উপর জোর দেওয়া হয়েছে। কড়ানজরদারি হিসেবে প্রতিদিনই স্বাস্থ্যকর্মী ও নগর নিগমের টিম পরিদর্শন করছে পলাশ ডিহাতে। বুধবার পলাশডিহায় মশারি বিতরন করেন দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি এবং প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি।এই বিষয়ে অনিন্দিতা মুখার্জি
বলেন জেলা স্বাস্থ্য দপ্তর থেকে আপাতত দুর্গাপুর নগর নিগমকে ৫০০ টি মশারি দেওয়া হয়েছে, তার মধ্যে ২৩৫টি মশারি পলাশডিহা এলাকায় বিতরণ করা হয়।আগামী দিনে অন্যত্র কোথাও ডেঙ্গু আক্রান্তের হলে তাদের কেও মশারির বিতরণ করা হবে।