মহারাষ্ট্রে জিও টাওয়ার বসানোর টোপে প্রায় ১৬ কোটি টাকার প্রতারণা, দুর্গাপুরের যুবক গ্রেপ্তার

মহারাষ্ট্রে প্রতারণা করার দায়ে দুর্গাপুর ফরিদপুরের বড়গড়িয়ার যুবক গ্রেপ্তার। জিও টাওয়ার বসিয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয় ঔ যুবক বলে জানা গেছে। ট্রানজিট রিমান্ড চেয়ে তোলা হলদুর্গাপুর মহকুমা আদালতে। জিও টাওয়ার মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে বসিয়ে দেবার নাম করে কোটি কোটি টাকা তুলে নেয় এক ব্যক্তি বলে অভিযোগ। মহারাষ্ট্রের শাওনি থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্ত শুরু করে। মহারাষ্ট্রের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বড়গড়িয়া এলাকায় হানা দেয়।  সেখানেই বাড়ি থেকে প্রণব আনন্দ মন্ডলকে গ্রেফতার করা হয়। ১৬ কোটি টাকা প্রতারণা করেছিল বলে জানা গিয়েছে। ট্রানজিট রিমান্ডে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন মহকুমা আদালতের বিচারক। মহারাষ্ট্র পুলিশ জানায় শুধু প্রণব আনন্দ মণ্ডলই নয় কলকাতার বেশ কয়েকজন রয়েছে এই কান্ডের সঙ্গে জড়িত। পুলিশ তাদের ও খুঁজছে।

error: Content is protected !!