মঙ্গলবার, ১৭ ই সেপ্টেম্বর ২০১৪
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : টানা বৃষ্টিতে বাংলা বিহার ঝাড়খণ্ডের নদীগুলিতে জলস্থর বাড়ায় বাংলার ঝাড়খন্ড সীমান্তে পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে জল ছাড়া শুরু করেছে ডিভিসি কর্তৃপক্ষ। স্বাভাবিক ভাবেই দামোদর নদেও জলস্থর বাড়ায় জল ছাড়া শুরু করল দুর্গাপুরের দামোদর ব্যারেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে ব্যারেজ কর্তৃপক্ষ জল ছাড়ে ২ লক্ষ ৪১ হাজার ২০০ কিউসেক। তবে জল ছাড়ার পরিমান বাড়লে আশঙ্কা করা হচ্ছে নিম্ন ঐদামোদর তীরবর্তী উপকূল এলাকা প্লাবিত হতে পারে ।পুজোর আগেই ফের প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।