গ্রাফাইট কারখানায় চাকরি দাবিতে বিক্ষোভ স্থানীয় তৃণমূলীদের

বৃহস্পতিবার ১২ই সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর : বৃহস্পতিবার দুর্গাপুরের সগড় ভাঙ্গার গ্রাফাইট কারখানায় স্থানীয় যুবকদের চাকরি দিতে হবে এই দাবিতে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা কারখানার গেটে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ কারীদের অভিযোগ স্থানীয় যুবকদের চাকরি না দিয়ে বহিরাগতদের চাকরি দেওয়া হচ্ছে এই কারখানায়।আমরা এর তীব্র প্রতিবাদ করছি। স্থানীয় বেকার যুবকদের আগে চাকরি দিতে হবে এই কারখানায় এরপর বহিরাগতরা  সুযোগ পাবে।নচেৎ বহিরাগতদের চাকরি করতে দেওয়া হবে না। বিক্ষোভ কারীদের আরো অভিযোগ দুর্গাপুরের কোন বেসরকারি কারখানায় স্থানীয় যুবকদের চাকরি দেওয়া হচ্ছে না।এই জন্য আমরা বিক্ষোভে সামিল হয়েছি।আগে দুর্গাপুরের স্থানীয় যুবকদের চাকরি দিতে হবে। এই বিষয়ে সগড় ভাঙ্গার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা প্রাক্তন কাউন্সিলর সুনীল চট্টোপাধ্যায় বলেন আমার দলের স্থানীয় যুবকরা চাকরি পাচ্ছে না গ্রাফাইট কারখানায় অথচ বহিরাগতদের চাকরি দেওয়া হচ্ছে।এই জন্য আমাদের কটুক্তি শুনতে হচ্ছে দলের কর্মীদের কাছে।এই বিষয়ে দুর্গাপুর পশ্চিম বিধান সভার বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ুই তৃণমূল কংগ্রেস কর্মীদের এই বিক্ষোভকে পূর্ণ সমর্থন জানান।লক্ষন ঘড়ুই বলেন আগে স্থানীয় যুবকদের চাকরি দিতে হবে। তারপর বহিরাগতদের চাকরি দিক কারখানা কর্তৃপক্ষ। আমি এই বিষয়ে কোন রাজনৈতিক রঙ লাগাতে চাইনা। স্থানীয় যুবকদের এই দাবি ন্যায্য। শুনুন বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ুই কি বলেছেন এই প্রসঙ্গে

 

error: Content is protected !!